স্বপ্নগুলোর প্রবঞ্চনা অনেক সময় ভালই লাগে,
by artist Maryanne Jacobsen
যদি সে ঝরে তোমার চোখ হতে ! জানি
সেই কুহক ভরা পথে আছে বহু
দহন জ্বালা, তবুও জানি
না কেন মন ছুটে
যায় সুদূরে -
ওই প্রাণঘাতী উপত্যকার দিকে, বুকে নিয়ে -
এক অদ্ভুত আকুলতা, প্রাচীন মরু -
ভূমির এক জ্বলন্ত তৃষা !
দীর্ঘ অধিযুগের
এক অতৃপ্ত
কামনা, আকাশভরা রঙ্গীন আলোকের মাঝে,
তোমার প্রণয়ের এক ফোঁটা নীহার কণা !
জীবন খুলে রাখতে চায় উন্মুক্ত
হৃদয়ের বাতায়ন, যেখানে
আছে লাজুক ভাবনার
অর্ধ মুকুলিত
ফুলের
অসংখ্য পাপড়ি, সিক্ত প্রত্যাশা নিয়ে অন্তর্মনে,
মঞ্জরিত ভালবাসার পথে অগ্রসর - -
* *
- শান্তনু সান্যাল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন