অনিঃশেষ তার অভিলাষ, মৌসুমের বদলে
rainy night
যায় না কোন ভাবেই বদলিয়ে, সে
এক অপরূপ ব্যথা ! সাজিয়ে
রাখতে চায় জীবন
অন্তর মহলে,
খুবই
সাবধানে, যেন বহুমূল্য কাচের পুতুল না -
যায় ভেঙে, তার নীরব চোখে লুকিয়ে
আছে তুমুল কোলাহল, এক
চাপানো আন্দোলন,
সর্বস্ব হারিয়ে
ফিরে
পাওয়ার অদম্য বাসনা, অবাধ্য ভালবাসা !
জোর করে টেনে আনা নিজের
জীবনে, বৈধ অবৈধ
পরিভাষার
বাইরে
সে এক অনন্ত সমবর্তন, পরিপূর্ণ চুম্বকে - -
অস্তিত্বের পরিবর্তন !
* *
- শান্তনু সান্যাল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন