Thursday, 4 July 2013

নিগূঢ় শূন্য - -

বর্ণহীন দেয়ালের গায়ে কে যেন ঝুলিয়ে গেছে 
টাটকা ফুলের তোড়া ! হৃদয়ের অদৃশ্য 
সোহাগ, নিক্ষিপ্ত হতে চায় 
পরিপূর্ণ আবেগে !
তোমার 
প্রেমের নিবিড়তা বেঁধে রাখতে চায় মনের - -
চঞ্চলতা, পোষা পাখি যেন উড়তে 
চায় না কোনো ভাবে, চেয়ে 
রয় উন্মুক্ত খাঁচার 
কপাট চকিত 
নয়নে !
এ কেমন বাঁধন, যতই খুলি ভাবনার গ্রন্থী - - 
জড়িয়ে যায় পরস্পর অদ্ভুত ভাবে, 
এক প্রান্তে মুক্ত, অন্য দিকে 
একাধিক গিঁট, খুবই 
মুশকিল -
সুরাহা করা, জীবনের নাগরদোলা শুধুই - - - -
দুলে রয় নিগূঢ় শুন্যে - - 
* * 
- শান্তনু সান্যাল 

No comments:

Post a Comment