বুধবার, ৩ জুলাই, ২০১৩

কোলাহলের সমাপ্তি - -

সে আবার বাঁধতে চায় বিছিন্ন নীড়, মেঝের 
উপরে ছড়ানো আছে কিছু শিমুল তুলো,
সুক্ষ্ম কাঠি, কিছু জবজবে স্বপ্নের 
এলোমেলো টুকরো ! ওই 
চেনা পাখির 
কিচিরমিচির ধ্বনি মাঝে কোথায় যেন মন -
খুঁজে ছেঁড়া পাতার হারানো কবিতা, 
পুনরায় হৃদয় গড়তে চায় 
পাগল তরঙ্গের কাছে 
বালির দুর্গ !
সন্ধ্যার খামখেয়ালীর সাথে অন্ধকার ক্রমশঃ 
আনতে চায় তাকে বুকের অনেক 
কাছে, আবার নিঃশ্বাসে 
চেনা গন্ধ ! ঘর 
বাঁধতে 
আগ্রহী, এখনো শীত কাল অনেক দূরে, তবে 
জানি না কেন মনে হয়, নিশি পুষ্পের
গন্ধ, ভরে চলেছে অন্তরতমের 
শুন্যতা, কে যেন দিয়ে 
যায় পরিচিত 
ডাক -
উঠোনের পিয়াল শাখায় এখন কলরব প্রায় - -
মিমাংসিত - - 
* * 
- শান্তনু সান্যাল 
stockbridge window boxes by david lloyd glover

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন