সব কিছু মনের অনুরূপ ঘটে না, কিছু না -
কিছু খুঁত, থাকা স্বাভাবিক আছে -
এই জীবনে, পরিপূর্ণতার
সঠিক অর্থ কেউ
কি জানে,
শুধুই নিজস্ব গড়া দর্শনের মাঝে ঘুরে ফিরে
আসে মানুষ, ওই কেতাবি জ্ঞানের
টানা নিম্নরেখার বাইরে ও
এক নগ্ন সত্যের
পৃথিবী
আছে বিদ্যমান, কত জন সেটা স্বীকার করে
বলা মুশকিল, আসলে নিজের রচিত
পরিমণ্ডলের মাঝে সে দেখাতে
চায় বহুরূপদর্শকের
খেলা, ওই
যাদু - নলের সম্মোহন খুবই সাঙ্ঘাতিক - - -
মানুষ কে করে যায় বিষাক্ত অসম্ভব
ভাবে, কল্পিত বস্তু তখন -
মনে হয় বাস্তবিক !
আসল তখন
মনে হয় কৃত্রিম, এক বিচিত্র মরীচিকার মাঝে
জীবন খুঁজে শর্টকাট পথ, এবং সেই
মুহুর্ত হতে ক্রমাগত স্খলন !
* *
- শান্তনু সান্যাল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন