রবিবার, ১৪ জুলাই, ২০১৩

আবছায়া আবরণ - -

সরিয়ে যেও যদি সম্ভব, নিজের হাতে ওই
আবছায়া আবরণ ! কোন এক
রাতের শেষ প্রহরে, গেছো 
ঢেকে নিঃশব্দ পায়ে,
সারা দেহ ও 
প্রাণে, 
আকাশপ্রান্তে লিখে পুনর্মিলনের প্রতিশ্রুতি,
সেই থেকে জীবন দাঁড়িয়ে আছে 
কয়েক দশক ধরে, নিয়ে 
হৃদয়ে অতৃপ্ত তৃষা,
অসমাপ্ত -
এক প্রতীক্ষা, জীবন্ত অগ্নিশিখা, তোমার -
সেই অঙ্গীকার অনুযায়ী জীবন 
ভুলে গেছে বসন্তকালীন 
বীথিকা, খুঁজে 
বেড়ায় 
ঊষর ভূমির বুকে, বিলুপ্ত মিঠা জলের - - 
প্রস্রবণ, পরিত্রাণের স্রোত !
* * 
- শান্তনু সান্যাল 
unknown source art 10

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন