মহত্তম বিন্দুতে যখন অভিলাষ ! জীবন
painted canvas unknown source
চায় কিছু অতিরিক্ত মুহূর্ত, বেঁধে
রাখার ছদ্ম অজুহাত, এক
প্রলুব্ধ শিল্প ! ছল -
কপট কিছুই
হতে
পারে ! প্রেম ও নৈতিকতার মিল তখন -
বেমানান, নিমিষে সুজন মানুষ -
কলঙ্কিত নায়ক, সেটা
নৈসর্গিক চাহিদা,
মিথ্যা
আবরণ যায় খসে নিজে নিজেই, আয়না
এক মূক দর্শক, দেখে যায় সব
কিছু প্রতিফলন তখন
নিরঙ্কুশ সত্য,
খুলে -
যায় স্তর প্রতি স্তর আডম্বরের মিহি তন্তু,
দেহের ইচ্ছাপত্রে তখন প্রেমের
সংজ্ঞা, কল্পনার বাইরে,
বাস্তবিকতার খুব
কাছে - -
* *
- শান্তনু সান্যাল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন