উন্মুক্ত বক্ষ:স্থলে তোমার অধর মুদ্রণ,
http://sanyalsplanet.blogspot.com/
unknown source art 11
আকাশগঙ্গা গুটিয়ে চলেছে উজ্জ্বল
শামিয়ানা অন্তর গভীরে !
তোমার নিঃশ্বাসে
জড়িয়ে
আছে হাসনুহানার আবেগ, নিশীথের
মায়াজালে জীবন খুঁজে উচ্ছ্বাসের
তীর ভূমি ! ওই আসক্ত
আলিঙ্গনের মাঝে
রয়েছে
সৃষ্টির সমস্ত সম্ভাবনা, কল্প লোকের -
বাহির সে অনুভূতি, তোমার
সজল নয়নের ছায়া ও
আমার পাষাণী
অস্তিত্ব -
কোথায় যেন মরুভূমির গায়ে ঝরে - -
যেতে চায়, উত্কন্ঠিত ঘনীভূত
মেঘের অস্থির প্রাণ, এক
অবিরাম বৃষ্টি !
তোমার
প্রেমের উন্মাদিত রূপে ঘনিয়ে চলেছে
সমীপবর্তী ঝড়ের ছায়া, হৃদয়
এখন শুধুই এক নীরব
শান্ত কিনারা,
স্থির -
চেয়ে আছে নিয়ে দেহে আগ্নেয় পৌরুষ
গ্রন্থী, অদৃশ্য কিন্তু বিধ্বংসী !
* *
- শান্তনু সান্যাল
unknown source art 11
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন