শুক্রবার, ১৯ জুলাই, ২০১৩

কুঞ্জগলি - -

তোমার ভালবাসা অনেক সময় মনে হয়,
হিল স্টেশনের কুহেলি ভরা ফুলের 
নার্সারি, চেয়ে রয় নির্বাক 
উপত্যকার বুকে 
অবস্থিত 
ঝিলের ধীর তরঙ্গিত ঢেউর দিকে, এক 
মৌন আমন্ত্রণ ভেসে রয় সুরভিত 
হাওয়ার সাথে, তোমার 
চাহনি মনে হয় 
কখনো -
লুক্কায়িত জলপ্রপাত ! অদৃশ্য কিন্তু করে 
মন্থর শব্দ, করে যায় প্রতি মুহুর্তে 
ক্লান্ত জীবন, ভীষণ ভাবে 
মন্ত্রমুগ্ধ ! তোমার 
অপ্রত্যাশিত 
পরশে 
আছে, নীলগিরির বিরল বনস্পতির - 
রহস্যময়ী প্রতিকারের গুণ, যেন 
মুহুর্তে পুরাতন ক্ষত হয় 
ওঠে পূর্ণ নিরাময়,
জীবন খুঁজে 
পায় -
বিলুপ্ত বর্ষা বনের অর্কিড ভরা প্রণয়ের -
কুঞ্জগলি - - 
* * 
- শান্তনু সান্যাল 

unknown source 13

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন