মঙ্গলবার, ২ জুলাই, ২০১৩

মৃগনাভি - -

নিষ্পলক আমি চেয়ে রইলাম তার ওই 
প্রায়শই তট বদলানো মনোভাব !
সকাল ও সন্ধ্যার মাঝে 
আকাশ পাতাল,
তবু ও 
জানি না কি যে আছে তার গভীর - - 
অনুরাগে, পা যেন নিজে নিজেই 
এগিয়ে যেতে চায় ওই 
অদৃশ্য নদীর 
বুকে !
সে এক চেহারা অনবরত স্মিত, ফেলে 
যায় রহস্য - বলয় আমার নিরীহ 
প্রণয়ে ! তার ছলচাতুরীর 
মাঝে রয়েছে কিছু 
আবেগী 
বুনো গন্ধ, জীবন ভুলে যায় সহজে ওই 
কাঁটা ভরা পথের ব্যথা বেদনা, 
ধেয়ে যেতে চায় কৃষ্ণ -
মৃগের মত 
কস্তুরী 
গন্ধের পিছনে, নদ নদী পাহাড় অরণ্য 
ডিঙিয়ে ! সন্ধানী চোখ খুঁজে 
পায় না কিন্তু কোনো 
ভাবে ওই গুপ্ত 
উদ্ভব 
স্থান ! নির্বাক দেখে নিজস্ব প্রতিবিম্ব - -
জলদর্পণে, তখন অন্তর্মনের 
নাভি অদৃশ্য হয়ে 
যায় নিমিষে !
* * 
- শান্তনু সান্যাল 
Wildflower - artist jeanne forsyth 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন