পিপাসিত চোখে সে চেয়ে আছে আবার,
art Rain Walker Seattle
ভেজা সন্ধ্যার মৃদু আলোয়, বিস্মিত
নজরে, বৃষ্টি এখনো থামি নি,
বোধ হয়, ঝরবে
সারা রাত !
দু জনের মধ্যিখানে ঘনিয়ে চলেছে এক
আবেগী নীরবতা, অধরের কথা
নয়ন ধরে রাখতে চায়
ভীষণ ভাবে !
নয়নের
সিন্দুক কিন্তু, খুলে খুলে যায় অদৃশ্য -
আকুলতায়, জল বিন্দু কি
ঘামের কণা, কম্পিত
দীপশিখার রূপে
উদ্ভাসিত,
হয়ে উঠছে সিক্ত মুখের মাধুরী ! ওই
শব্দহীনতার মাঝে, কোথায়
যেন প্রগাঢ় মুহুর্তের
সৃষ্টি, চুপচাপ
স্বপ্নের
মায়া জাল বোনা, কাছে আসার এক
ওজর খুঁজা, প্রেম তখন
বিবর্তনের পথে
অগ্রসর।
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/art Rain Walker Seattle
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন