অচেনা পথ ধরে, অনেক দূরে, নির্জন স্থানে,
যেতে চায় মন, প্রতিধ্বনির বিনিময়
হয় না যেখানে, ওই বিরল
শুন্যতার মাঝে
মনে হয়
আছে তোমার প্রণয়ের বাস স্থান, পরিপূর্ণ -
অলৌকিক গন্ধে ভরা, এমন এক
অনুভূতি, ঈর্ষা - দ্বেষ হতে
মুক্ত, যেখানে জীবন
শুধুই টলটলে
জল -
বিস্তীর্ণ আকাশের বিম্ব ভেসে ওঠে অন্তর্মনে,
* *
- শান্তনু সান্যাল
art of japan
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন