শুক্রবার, ২৬ জুলাই, ২০১৩

শিরোনামহীন - -

বিস্তীর্ণ মহাশুন্যে ভেসে রয় অগণ্য -
আলোকিত অগ্নিপিণ্ড, তবু ও 
মনের অলিন্দ রয়ে 
যায় রিক্ত !
আসলে 
আয়ুর থেকে দীর্ঘ, ইচ্ছার তালিকা -
প্রতি অভিলাষে পুনর্জন্মের 
প্রতীক্ষা, প্রতি জন্মের 
সাথে জড়িয়ে 
রয় - - 
তাকে পুনরায় ভালবাসবার অশেষ  
বাসনা, ওই অবুঝ পুনরাবৃত্তির 
মাঝে নিহিত জীবনের 
নিষ্কর্ষ, নিঃশ্বাসের 
চিত্রলেখে 
তার 
প্রণয়ের কবিতা চিরকাল অসমাপ্ত -
এবং শীর্ষক বিহীন !
* * 
- শান্তনু সান্যাল 



http://sanyalsplanet.blogspot.com/
art by sam sidders

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন