বুধবার, ১০ জুলাই, ২০১৩

হারানো মোড় - -

সে পথ চেয়ে ছিল, কি না বলা মুশকিল,
কিন্তু আমি অনাহূত সান্ধ্যকালীন 
বৃষ্টির রূপে, তার অন্তরে 
আর্দ্রতা ভরে এসেছি,
এখন জানি -
সে সাজিয়ে চলেছে পুরাতন পেতলের 
বিবর্ণ ফুলদানী, কিছু নিশি -
গন্ধার লাজুক বৃন্ত, 
খবুই আলতো 
করে - - 
তার গুঞ্জরণে আছে লুকানো কিছু - -
অতীতের গন্ধ ! ওই ষাটের -
দশকের কোনো আধুনিক 
গানের প্রথম পংক্তি,
আয়না মুছতে 
মুছতে 
সে যেন হারিয়ে চলেছে এক অন্য - - 
জগতে, আবছা প্রতিবিম্বে সে 
খুঁজে চলেছে, সেকেলের 
উত্তর কলিকাতা, 
ওই রাস্তার 
ধারে -
পাখিদের হাট, কোথায় যেন, কোন - -
একটা মোড়ে আজ ও মন যেন 
বন্দী, অদৃশ্য ভাবনার 
খাঁচায় ছটপট !
* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
art by Peggy Garr

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন