রবিবার, ১১ আগস্ট, ২০১৩

কোথায় যেন - -

দেখেছি তোমায় কোথায় যেন অভ্যন্তরীণ 
অর্ধ চেতনার মাঝে, সাজিয়ে চলেছ -
নিজের মনে সান্ধ্য পুজোর 
উপাদান, চোখের 
পাতায় 
চন্দনের শীতলতা, মুখপানে ভাসে তীরের 
নীরবতা, অধরে মুখরিত মৌন 
ঋচার সংবেদন, তখন 
ত্রিভুবন যেন 
এক -
বিরাট শুন্যে ভাস্যমান, তোমার ওই - - 
উপাসনায়, খুঁজেছি কোথায় যেন 
আমি জীবনের হারানো 
কিছু অমূল্য লমহা,
অস্তিত্বের 
অর্থ -
দেখেছি তোমায় এক অপরূপ রূপে সেই 
ক্ষণে, খুলে চলেছ তুমি দিব্য প্রেমের 
অবুঝ গ্রন্থী, ছড়িয়ে গেছ 
অনন্ত প্রণয়ের এক 
অভূতপূর্ব 
গন্ধ !
* * 
- শান্তনু সান্যাল
 http://sanyalsplanet.blogspot.com/
PAINTING BY -SARBANI GANGULY - - KOLKATA - - INDIA.png

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন