রবিবার, ১১ আগস্ট, ২০১৩

খুবই পরিচিত - -

গভীর নিশীথে,নীল আঁধার বিদীর্ণ করে, 
তুমি টেনে নিতে চাও সমস্ত কিছু,
অস্তিত্ব ! তখন খুবই নিরীহ,
বুঝতে পারে না 
তোমার 
ওই অবাক করা রূপ, এক মৌন দ্বন্দ্ব - -
ঘনিয়ে উঠে, আয়না ও দেহের 
মাঝে, তোমার হাতে 
যেন বিকল্পের 
অফুরন্ত 
তালিকা, খেলে যাও তুমি দাবার খেলা 
অবিরাম লয়ে, দাঁড়িয়ে রয় জীবন 
তোমার সম্মুখে অঝর 
ধারায়, খোলা 
গায়ে -
সঘন অন্ধকারে ! খুঁজে পায়ের তলার 
জমি, তুমি তখন করে যাও 
অট্টহাসি, তোমার 
মুখে তখন 
শিশু -
সুলভতা কি প্রবঞ্চনার ঢেউ খেলে যায় 
বলা কঠিন, কিন্তু ওই হাসির 
সাথে তোমার চোখের 
ঠিক নীচে ভেসে 
উঠে বিন্দু 
বিন্দু 
সজল ঝিলিক, আমি তখন ভুলে যাই -
নিমিষে সব কিছু, ফিরে আসি 
যেন সহজে, জন অরণ্যের 
দহন জ্বালা হতে -
মফস্বলের 
অন্তিম 
ট্রেন ধরে, আঁধারের সমস্ত জাঙ্গাল - - 
তখন মনে হয় খুবই পরিচিত !
ঠিক তোমার দেহ গন্ধের 
মত, আপন ভাব 
জেগে উঠে 
সহসা,
* * 
- শান্তনু সান্যাল 
 http://sanyalsplanet.blogspot.com/
dark nightingle - unknown source

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন