সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪

বাস্তব পুরুষ - -

যখন ঝলসিত জীবন, হঠাৎ খুঁজে পায় তোমার 
বুকের মাঝে, বিলুপ্ত মরুদ্বীপের ঠিকানা, 
তখন মনে হয়, আমি যেন এক 
সম্যক বাস্তব পুরুষ, ছুঁয়ে 
চলেছি আকাশের 
উচ্চতা -
আশ্চর্য্য ভাবে, ফেলানো রয়েছে ধুসর পৃথিবী -
বহু দূরে, উন্মুক্ত যখন আবেগের গন্ধ - 
কোষ, তখন দেখি তুমি, তৃষিত 
নয়নে চেয়ে আছো ঈশান 
কোণের জমানো 
মেঘের 
স্তর,এমন সময়ে আমি হয়ে যেতে চাই বাউণ্ডুলে 
মেঘ, ভিজিয়ে দিতে চাই তোমার অন্তরতর
গভীর ভাবে, যখন সম্পূর্ণ চরাচর 
ঘুমের নাগরদোলায়, খুঁজে 
চলেছে উড়ন্ত স্বপ্নের 
উত্স বিন্দু, 
তখন 
দেখি, তোমার নিঃশ্বাস ছুঁয়ে যেতে চায় আমার 
দেহ ও প্রাণ সাঙ্ঘাতিক ভাবে - - 

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন