কুরুক্ষেত্র হতে কলিঙ্গের রক্তাক্ত -
রণভূমি অথবা মধ্যপ্রাচ্যের
রক্তে দ্রবীভূত মরু -
প্রান্তর, যুগ -
যুগান্তরে শুধুই মরেছে নিরীহ - -
মানুষ, ওই জমির কিছু
টুকরোর জন্য মহা
সংগ্রাম, আবার
কখনো
বৃথা অহংকারের বদলে শিরশ্ছেদ,
এ কেমন তত্ত্ববিদ্যা যে করে
মানব হন্তার গুণগান ! এ
কেমন অনুচারী
যারা
বিবেকহীন ভাবে ধেয়ে যেতে চায়
দানবের পিছনে, মানবতা
করে উন্মুক্ত চিৎকার,
জানি না এরা কে
কোন ধর্মের
পুরোধা,
শিশুদের হত্যার পরে করে বিকৃত -
হর্ষ উল্লাস, জননীর বুকে পা
রেখে করে বিশ্ব বিজয়ের
জয় ঘোষ, এরা সব
কিছু হতে পারে
কিন্তু
এরা মানুষ - -কি কোনো দিন হবে ?
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
Barbara Flowers, Poppies
রণভূমি অথবা মধ্যপ্রাচ্যের
রক্তে দ্রবীভূত মরু -
প্রান্তর, যুগ -
যুগান্তরে শুধুই মরেছে নিরীহ - -
মানুষ, ওই জমির কিছু
টুকরোর জন্য মহা
সংগ্রাম, আবার
কখনো
বৃথা অহংকারের বদলে শিরশ্ছেদ,
এ কেমন তত্ত্ববিদ্যা যে করে
মানব হন্তার গুণগান ! এ
কেমন অনুচারী
যারা
বিবেকহীন ভাবে ধেয়ে যেতে চায়
দানবের পিছনে, মানবতা
করে উন্মুক্ত চিৎকার,
জানি না এরা কে
কোন ধর্মের
পুরোধা,
শিশুদের হত্যার পরে করে বিকৃত -
হর্ষ উল্লাস, জননীর বুকে পা
রেখে করে বিশ্ব বিজয়ের
জয় ঘোষ, এরা সব
কিছু হতে পারে
কিন্তু
এরা মানুষ - -কি কোনো দিন হবে ?
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
Barbara Flowers, Poppies
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন