শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০১৪

দৈবাৎ পুনর্ভাসন - -

নির্মেঘ আকাশের প্রতিফলন যখন
ঝিলের বুকে ভেসে উঠলো,
জুঁই ফুলের গন্ধে ভরা
হৃদয়, খুলে দিতে
চায় তখন
সুপ্ত -
ভাবনার দ্বার, এখনো তুমি ভীরু -
স্পন্দনের সাথে, আছো দেহের
অত্যাসন্ন, দীর্ঘ নিঃশ্বাসের
পরশে আছে, এক
বিরল উষ্ণতা,
তবু ও
জানি না, কেন যে তোমার মনে -
এখন ও দুলে যায় সংশয়ের
নাগরদোলা, অদৃশ্য
পরকীয় প্রবাহে
বহে চলেছো,
সুদুর -
সাগর তীরে,এখনো তোমার প্রেমে
আছে কাঁচা মাটির গন্ধ, আর
ও কিছু সময় দরকার,এই
জ্বলন্ত অগ্নিকুণ্ডে
পা রাখার
পূর্বে -
অগ্নিস্নানের অর্থ মহা জটিল,এই -
অনুষ্ঠানের কোনো ইতি নাই,
কেবল এক অন্তহীন
যাত্রা, যদি
সম্ভব
একবার পুনর্মূল্যায়ন করা অনুচিত,
এখানে ডুব দিলে একবার, আর
পুনর্ভাসনের সম্ভাবনা
কেবল অণুমাত্র,
দৈবাৎ !

* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
orchids-in-vase-on-furniture

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন