এখনো বহুদূর শিশির ভেজা ফুলের
সকাল, আঁধার ও বিহানের
মাঝে রয়েছে একটি
দশকের দুরুত্ব,
উঁচু নীচু
ঊষর
ভূমির অপর পারে আছে এখনো বহু
ফণীমনসা ভরা প্রদেশ, আধ
পথে এসে পিছনে ফিরে
চাওয়া অর্থহীন,
তোমার
অঙ্গ -
প্রত্যঙ্গে, এখন আমার দেহের ছায়া -
ঘনিয়ে উঠে চলেছে ক্রমশঃ - -
তোমার হৃদয় দর্পণে
ভেসে উঠতে
চায় -
আমার প্রাণের প্রতিফলন আশ্চর্য্য -
ভাবে, ধীরে ধীরে তুমি অদৃশ্য
রূপে বিলীন, আমার
বুকের পাঁজরে,
এখন কিন্তু
তোমার প্রাক আকারে পুনরায় ফিরে
যাওয়া খুবই মুশকিল।
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
creeping feeling
সকাল, আঁধার ও বিহানের
মাঝে রয়েছে একটি
দশকের দুরুত্ব,
উঁচু নীচু
ঊষর
ভূমির অপর পারে আছে এখনো বহু
ফণীমনসা ভরা প্রদেশ, আধ
পথে এসে পিছনে ফিরে
চাওয়া অর্থহীন,
তোমার
অঙ্গ -
প্রত্যঙ্গে, এখন আমার দেহের ছায়া -
ঘনিয়ে উঠে চলেছে ক্রমশঃ - -
তোমার হৃদয় দর্পণে
ভেসে উঠতে
চায় -
আমার প্রাণের প্রতিফলন আশ্চর্য্য -
ভাবে, ধীরে ধীরে তুমি অদৃশ্য
রূপে বিলীন, আমার
বুকের পাঁজরে,
এখন কিন্তু
তোমার প্রাক আকারে পুনরায় ফিরে
যাওয়া খুবই মুশকিল।
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
creeping feeling
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন