তার আকুল আকাঙ্ক্ষায় স্পষ্ট ভেসে ওঠে, -
কায়িক অভিলাষ হতে গগনচারী
ভালবাসা, আমি প্রায়ই
কেঁপে উঠি দেখে
তার এই
অপরূপ মায়া, সে ধরে বেঁধে নিয়ে যেতে -
চায়, অন্য কোনো আলোকভেদ্য
জগতে, যেখানে সমস্ত
কিছু প্রকাশ্য -
সত্য - -
আবরণমুক্ত, ওই মুহুর্তে দেহের সব মিথ্যে
স্তর যায়, একে-একে খসে, বাসনারা
তখন, শিশুবত হামাগুড়ি
দিয়ে হাঁটে, নিরীহ
চোখে দেখে
পিছনে
ফেলানো মায়াবী পৃথিবী, মহাসাগরের নীল
গভীরতা হয় ওঠে জলরং ছবি, নীরব
যেন ঝুলানো রয়েছে শুন্যে, সব
কিছু কুয়াশা মুক্ত, সব
কিছু মনে হয়
শুধুই
ক্ষণিক ভালবাসার আলোড়ন, যখন জীবন
বেরিয়ে আসে ওই আগ্নেয়গিরির
গহ্বর হতে বাহির, সারা
দেহ ও প্রাণে তখন
ঝিলিমিলির
আভাস,
প্রকৃত অগ্নিস্নানের পরে হৃদয় ভুলে যায় - -
সমস্ত মান অভিমান, রাগ অনুরাগ,
ফিরে পায় নিজের আসল
মানবিক অস্তিত্ব,
রক্ত মাংস
বিহীন
জীবন তখন হয় ওঠে স্ফটিক শিলা, প্রস্তর
প্রতি প্রস্তর সত্যের পারদর্শিতা !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art by marina petro 2
কায়িক অভিলাষ হতে গগনচারী
ভালবাসা, আমি প্রায়ই
কেঁপে উঠি দেখে
তার এই
অপরূপ মায়া, সে ধরে বেঁধে নিয়ে যেতে -
চায়, অন্য কোনো আলোকভেদ্য
জগতে, যেখানে সমস্ত
কিছু প্রকাশ্য -
সত্য - -
আবরণমুক্ত, ওই মুহুর্তে দেহের সব মিথ্যে
স্তর যায়, একে-একে খসে, বাসনারা
তখন, শিশুবত হামাগুড়ি
দিয়ে হাঁটে, নিরীহ
চোখে দেখে
পিছনে
ফেলানো মায়াবী পৃথিবী, মহাসাগরের নীল
গভীরতা হয় ওঠে জলরং ছবি, নীরব
যেন ঝুলানো রয়েছে শুন্যে, সব
কিছু কুয়াশা মুক্ত, সব
কিছু মনে হয়
শুধুই
ক্ষণিক ভালবাসার আলোড়ন, যখন জীবন
বেরিয়ে আসে ওই আগ্নেয়গিরির
গহ্বর হতে বাহির, সারা
দেহ ও প্রাণে তখন
ঝিলিমিলির
আভাস,
প্রকৃত অগ্নিস্নানের পরে হৃদয় ভুলে যায় - -
সমস্ত মান অভিমান, রাগ অনুরাগ,
ফিরে পায় নিজের আসল
মানবিক অস্তিত্ব,
রক্ত মাংস
বিহীন
জীবন তখন হয় ওঠে স্ফটিক শিলা, প্রস্তর
প্রতি প্রস্তর সত্যের পারদর্শিতা !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art by marina petro 2
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন