রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৪

বন্য পথে - -

না ডুবন্ত, না ভাসন্ত, মধ্যিখানে এই 
নিঃশ্বাস, ভেসে রয় নিসর্গে 
যেন অসংখ্য উপগ্রহ,
তার প্রেমের 
সংজ্ঞা 
খুবই জটিল, এক প্রান্তে বিহানের -  
সূচনা, অন্য দিকে সূর্যের 
অবসান, সকাল ও 
সাঁঝের সন্ধি 
ক্ষণে,
ঠিক অন্ধকার ঘনিয়ে ওঠার আগে,
দেখেছি তার দেহ হতে উঠছে 
অপ্রত্যাশিত অরণ্য 
দহন, ক্রমশঃ 
তীব্রতর,
যখন পাহাড়ের গায়ে ঝরে চলেছে -
মহুয়ার মাদক রস, সে ধরে 
রাখতে চায় আমার 
অস্তিত্ব নিজের 
বুকের 
মাঝে বিক্ষিপ্ত ভাবে, তখন জীবন - -
পুংহরিণ, ধেয়ে যেতে চায় 
বন্য পথে উন্মাদিত, 
অগোছাল 
ভাবে !

* * 
- শান্তনু সান্যাল    

http://sanyalsplanet.blogspot.com/
art by terence mckelin.jpg 2

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন