শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০১৪

হে ! পৃথিবী - -

একধারে বিস্তৃত আলোকিত জগৎ 
অন্য দিকে বিরাগের অবগাঢ, 
হৃদয়ের ধুসর প্রান্তর, 
জীবনের নৌকা 
ভেসে রয়
মাঝ -
ধারে একাকী, বহুদূর দেখি ভাসন্ত 
সকালের দ্বীপ, পাখিদের উন্মুক্ত 
ঝাঁক উড়ে চলেছে খোলা 
আকাশের অভিমুখ,
চেয়ে আছে 
কচি 
রোদে, শিশুদের চোখ উড়ন্ত স্বপ্নের
দিকে, সহসা পাখিরা রঙ্গীন
ঘুড়ির রপে রুপান্তরিত,
আস্তে আস্তে তারা 
নীল শুন্যে 
গেছে 
হারিয়ে, ওই ক্ষণিক শিশুদের হাসি, 
প্লাবিত করে যায় জীবনের
মরু প্রদেশ, আবার 
হৃদয়ে আশার 
কিরণ,
জাগিয়ে যেতে চায় সুপ্ত গোলাপের 
পাপড়ি, পুনরায় মন চায় 
তোমায় ভালবাসতে 
হে ! পৃথিবী - -

* * 
- শান্তনু সান্যাল 
  
http://sanyalsplanet.blogspot.com/
roses-painting

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন