শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৪

গন্ধের প্রতিদানে - -

নিঃসঙ্গতা বেশ ভালই ছিল, না - 
প্রতিশ্রুতির অস্থিরতা, না 
অপেক্ষার অধীরতা, 
না কোনো 
দুঃখ, 
না বেদনার অনুভূতি, অন্তহীন - 
এক যাযাবরবৃত্তি, প্রায়ই 
মন ভাবে, জীবনের 
পথে তোমার 
সঙ্গে 
পরিচয়, কি অকস্মাৎ ঘটেছে - -
কিংবা সব কিছুই ছিল 
পূর্ব সিদ্ধান্তের 
অনুযায়ী,
ঠিক 
অনাহূত সাঁঝের বৃষ্টির অনুরূপ, 
হঠাৎ করে ভিজিয়ে গেছো 
তুমি, অতল হৃদয়ের
উপত্যকা, সেই 
দিন হতে 
বুকের  
গভীরে এক অদ্ভুত গন্ধের স্পর্শ, 
ভেসে রয় অবিরল ভাবে, 
যেন শীতের শুক্লা 
রাতে, ফুটে 
আছে 
মনের উন্মুক্ত প্রাঙ্গনে, একরাশ - 
চন্দ্রমল্লিকার সারি, আর 
সম্মোহিত জোছনা 
ঢেলে চলেছে 
গন্ধের 
প্রতিদানে, অনন্ত উজ্জ্বল উদ্ভাস, -
অশেষ প্রণয়ের উচ্ছ্বাস !
* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
Winter Chriysanthemums

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন