রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৪

অন্তরতমের মধুমাস - -

অন্তরতমের মধুমাস রইলো অপ্রকাশিত, 
বাহ্য জগৎ ! বাসন্তী রঙে একাকার, 
তার অনুরাগের গভীরতা 
ছিল কল্পনার বাহিরে,
আমি শুধুই 
এক অনুমানিত ভালবাসা জড়িয়ে বুকে 
বসে রইলাম সারা জীবন, সেই 
আমিত্বের পরিধি বেঁধে 
রাখলো চিরদিন 
অন্ধ গহ্বরে,
তাই বুঝতেই পারি নি, কবে যে পাতা -
ঝরার মৌসুম গেছে ঝরিয়ে, ওই 
জীবনের শুকনো মুহূর্ত - 
গুলি, আমি 
খুলে দেখেই নি কোনো দিন অন্তঃস্থলের 
জানালা, শুধুই বাহির হতে সত্যের 
পরিদর্শন, তাই ছুঁয়ে উঠতে 
পারি নি তার হৃদয়ের 
স্পন্দন, এক 
অপূর্ণ অভিলাষ নিয়ে বুকে, তাই ঘুরে - -
মরেছি নিরন্তর মরু মরীচিকার 
পিছনে অহর্নিশ - - 

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
Mark Higden Watercolor Oil Paintings

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন