সব কিছুই ছিল আশেপাশে ফুল, গন্ধ,
জোছনার ক্ষরা, আবগের বন্যা,
তবুও জানি না কিসের
জন্য সারা রাত
ধুঁইয়ে -
ধুঁইয়ে জ্বলেছে ভাবনার ধূপ, কোন -
অতৃপ্ত আত্মার ছায়া, করেছে
বিন্দু বিন্দু গ্রাস দেহের
এই কাঞ্চন ভূমি,
সব কিছুই
ছিল -
প্রেমের অবুঝ যবনিকার অপর ধারে,
জীবন রইলো যথারীতি খুবই
একাকী শেষ প্রান্তে, না
হাসি, না কান্না,
তটস্থ
নিজের বৃত্তে, পরিধির সমস্ত বিন্দু - -
অবশেষে হলো উধাও, হয় ত
তারা উড়ে গেছে অদৃশ্য
প্রজাপতির রূপে,
নিজস্ব
উপবনে, পরিচিত গন্ধের পথে সুদুর
আপন লোকে - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Artist Nancy Medina
জোছনার ক্ষরা, আবগের বন্যা,
তবুও জানি না কিসের
জন্য সারা রাত
ধুঁইয়ে -
ধুঁইয়ে জ্বলেছে ভাবনার ধূপ, কোন -
অতৃপ্ত আত্মার ছায়া, করেছে
বিন্দু বিন্দু গ্রাস দেহের
এই কাঞ্চন ভূমি,
সব কিছুই
ছিল -
প্রেমের অবুঝ যবনিকার অপর ধারে,
জীবন রইলো যথারীতি খুবই
একাকী শেষ প্রান্তে, না
হাসি, না কান্না,
তটস্থ
নিজের বৃত্তে, পরিধির সমস্ত বিন্দু - -
অবশেষে হলো উধাও, হয় ত
তারা উড়ে গেছে অদৃশ্য
প্রজাপতির রূপে,
নিজস্ব
উপবনে, পরিচিত গন্ধের পথে সুদুর
আপন লোকে - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Artist Nancy Medina
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন