বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৪

ঝকঝকে মলাট - -

গেছে রাতের আকাশ আলোকময় 
শামিয়ানা গুটিয়ে, বিহানের 
দ্বারে আবার দাঁড়ানো 
ভিড়ের ছুটাছুটি,
কোলাহলের 
মাঝে 
উদ্বর্তনের অভিযান, অদৃশ্য চক্র - 
ব্যুহ, কিছু ছদ্মবেশী চেহারা, 
কিছু পরিচিত রহস্য -
ভরা হাসি, পুনঃ 
ক্লান্ত দেহের 
সাথে 
নিজের সন্ধান, সাড়ে সাতটার - -
মফস্বল লোকালের সাথে, 
আবছা আলোয়, 
পিছনে 
সরে চলেছে, উড়াল পুল, কালো 
দিঘির ওপারের হরিত ভূমি, 
ফ্লেটফর্মে ছড়ানো 
চীনাবাদামের 
খোল,
পরিশ্রান্ত পায়ে আবার আঁধারের 
সঙ্গে এক সংক্ষিপ্ত রাতের 
নিঃশর্ত সন্ধি, এক 
ফালি নিঃশ্বাস,
পুরোনো 
বইর উপরে আবার নতুন ভাবে 
বেঁচে থাকার ঝকঝকে 
মলাট !

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
vases-and-flowers art by joni-mcpherson

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন