শনিবার, ৩১ মে, ২০১৪

মেঘের আঁচল - -

ফুটতে দাও আমায় ভোরের আবছা 
আলোয়, দীর্ঘ  জাগরণের পরে 
কে যেন দিয়েছে ডাক 
সুদুর অজানা 
অঞ্চল 
হতে, জানি আমি আছি কিছু ক্ষণের 
অতিথি, সন্ধ্যার সাথে যাব 
ঝরে, মেলতে দাও 
আমায় সিক্ত 
পালক,
কে যেন পথ চেয়ে আছে বহুদূর - - 
সাগর তীরে, আমার দেহের 
অদৃশ্য রং ধনু চায় 
রং ছড়াতে,
কিছু 
মুহুর্তের আকুল সাধ, ওই দিগন্তের 
অপর ধারে, কে যেন খুলেছে 
মেঘের আঁচল, উন্মুক্ত 
ভাবে ! 

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.in/
apple blossom and buds

শুক্রবার, ৩০ মে, ২০১৪

পলাতক শ্রাবণের ঠিকানা - -

সন্ধ্যার মুখে উঠেছিল কিছু মেঘের
মিছিল, সুদুর কোন শহরতলীয়
অঞ্চলে, হয়'ত ঝরেছে
কিছু ছিঁটে ফোঁটা
বৃষ্টি !
উড়ে গেছে ক্লান্ত এক ঝাঁক পায়রা,
হাওয়ার ডাকে, সবাই যায়
এ ভাবেই উড়ে, হঠাৎ
ঠিকানা না
জানিয়ে,
অবশ্যই অনেক সময় খুব ইচ্ছে -
করে, পলাতক শ্রাবণের
ঠিকানা জানতে,
প্রতিদিন
আমি মিনতি করি, যথারীতি সে
হাত বাড়াতে বলে, করতলে
রেখে যায় কিছু সজল
এক মুঠো মেঘের
গুড়ো এবং
বলে - -
ঠিক মধ্য রাতে, দেখবে মুষলধার
বৃষ্টি ভিজিয়ে চলেছে সমস্ত
কিছু, পৃথিবী আকাশ
মিলে একাকার,
আমি বসে
রই নিয়ে বুকে একরাশ তার ওই
সিক্ত ভাবীকথন, কিন্তু
আকাশ, যথারীতি
খুলে রাখে
সারা রাত আলোয় ঝিলমিল মীনা
বাজার ! কিছু মেঘ হয়'ত
আসে, শেষ প্রহরে
কেনাকুটি ও
করে -
আর, বিহানের আবছা আলোয় - -
হারায় বিলীনতার পথে,

* *
- শান্তনু  সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
art by michael naples

আরোহণের রহস্য - -

তোমার দ্বার হতে ফেরার পরে, জীবন -
শিখে গেছে, কী ভাবে যে আয়না 
দেখা হয়, ভালই করেছ 
বন্ধু দ্বার না খুলে, 
অন্যথা 
অমিমাংসিত রয়ে যেত নিজের পরিচয়, 
ওই উর্ধ্বমুখী সিঁড়ি থেকে নামার 
পরে, জীবন শিখে গেছে 
আরোহণের রহস্য,
মাটির সাথে 
জুড়ে - 
থাকার অদৃশ্য সুখ, ভালই করেছ প্রিয় -
বন্ধু, আমার কুসুমিত ভাবনা, ওই 
পলকা কাচের ফুলদানিতে 
না সাজিয়ে, জীবন 
শিখে গেছে 
ভালই 
ভাবে, আসল ও নকলের তফাৎ আস্তে 
আস্তে - - 

* * 
- শান্তনু সান্যাল  
http://sanyalsplanet.blogspot.in/
morning glory 1

বৃহস্পতিবার, ২৯ মে, ২০১৪

হৃদয়ের গর্ভ গৃহে - -

হারানো খুশি ছিল হৃদয়ের গর্ভ গৃহে,
খুঁজেছে জীবন বাহির জগতে,
আসলে অন্তরের বিম্ব !
চিরদিনই রয়ে 
যায় -
নেপথ্যে, মানুষ ধেয়ে যায় নিরন্তর -
বিমোহক মরিচীকার পিছনে,
নিয়ে বুকে অদম্য তৃষা,
সে এক অবুঝ 
অভিলাষ, 
জ্বলে 
রয় দিবা নিশি স্বয়ংদহনের শিখায়,
সেই অতৃপ্ত পিপাসার জন্য 
জীবন হয়ে ওঠে 
গোলকধাঁধা,
নিজ 
রচিত বৃত্তের বাইরে আর বেরোতে -
পারে না, ক্রমশঃ হয় ওঠে 
একাকী চার দেয়ালের 
মাঝে, আত্ম -
কেন্দ্রিত,
তার 
বন্ধ দ্বারে কেউ আর ডাক দেয় না,
সে ভুলে যায় আসলে, মানুষের 
মুক্তি মানুষের মাঝে !
মঠ মন্দিরে সে 
খুঁজে 
পাওয়া যায় না, অন্তর্মনের দেবতা -
যদি সুপ্ত কোনো দুনিয়ার দর্শন 
কাজে লাগে না, বরং 
বাড়িয়ে যায় 
বুকের 
ব্যথা দিনে দিনে, অন্তহীন বিরক্তির 
পথে - - 

* * 
- শান্তনু সান্যাল 

  

http://sanyalsplanet.blogspot.in/
art by susan cardena

বুধবার, ২৮ মে, ২০১৪

বহু দিনের পরে আবার - -

বহু দিনের পরে আবার রং তুলি নিয়ে 
হাতে, মন চায় কিছু আঁকতে, 
যা বলা হয় নি কোনো 
দিন সেই কথাটি 
হৃদয় চায় 
খুলে 
বলতে, জানি না, আজও কী তোমার 
বুকে, ওই মধুর ব্যথার অনুভূতি 
বেঁচে আছে, অথবা গেছে 
বিলুপ্ত হয়ে সময়ের 
ধুলিকণায় 
মিশে,
আজও কী তুমি চেয়ে থাকো পুরাতন 
দেয়াল ঘড়ির দিকে উতরোল 
মনে, যখন সহসা কাল 
বৈশাখী ঝড়, 
যায় 
ভিজিয়ে তপ্ত পৃথিবীর ধুসর পৃষ্ঠতল - -

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.in/
abatract flower

মঙ্গলবার, ২৭ মে, ২০১৪

শুন্য অভিলাষী - -

কোন পাতা ঝরার মৌসুমে তুমি 
বলেছিলে,পল্লব বিহীন 
গাছের দিকে 
তাকিয়ে,
নতুন কিছু পাওয়ার আগে এই -
ভাবেই জীবন যায় ঝরে,
পুরাতন শরীরে 
নবীনতার 
সঞ্চার,
তখন হয়'ত আমি তার তাৎপর্য
বুঝি নি, মনে মনে হেসেও 
ছিলাম, তোমার ওই 
দার্শনিক ভাবটা  
দেখে !
অবশ্যই, ওই ঘটনার পরে বহু -
বার ঝরেছে, জানা অজানা 
গাছের শাখা প্রশাখা,
গজে উঠেছে 
পুনরায় 
হলদে সবুজে একাকার কিশলয় -
কচি পাতার গুচ্ছ, ক্রমে -
ক্রমে ফুলের বাহার,
সত্যি, প্রকৃতির 
আছে 
নিজস্ব এক সংবিধান, অনবরত
সময় - চক্রের সাথে ঘুরে 
যাওয়া, কিন্তু জানি 
না কেন, বহু 
জীবনের 
সাথে ব্যতিক্রমও থাকে যথারীতি
জড়ায়ে, তারা দাঁড়িয়ে রয় 
নদীর গর্ভে নগ্ন দেহে,
আকাশমুখী,
একাকী !
মৌসুমের প্রভাব হতে চির মুক্ত -
শুকনো গাছের মত, শুন্য 
অভিলাষী - - 

* * 
-  শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.in/
Roses-flower-arrangement

রবিবার, ২৫ মে, ২০১৪

অগোচর নায়কের কাহিনী - -

পরিশেষে আমিও হাসতে শিখে গেছি,
জীবন নিজেই এক প্রতিষ্ঠান,
অভিজ্ঞতার দর্পণে 
সব কিছুই 
স্পষ্ট,
অবশ্যই চেহারার ভাঁজ লুকানো এত 
সহজ নয়, তবুও করে চলেছি 
সমন্বয়, সময়ের সাথে 
না হাঁটলে মানুষ 
যায় পিছিয়ে
আর 
পিছানো মানুষের জন্য কেউ অপেক্ষা 
করে না, বুলেট ট্রেনের বেগে 
যুগের অগ্রধাবন, কার 
কাছে অতিরিক্ত 
সময় আছে,
সুতরাং 
উপান্ত হতে নিজেই নেমে এলাম জন 
অনুচ্ছেদে, আজ নইলে কাল, 
হয়'ত হয়ে উঠব উজ্জ্বল 
রেখাঙ্কিত শব্দ, 
যার অর্থে 
আছে 
জীবনের সারাংশ, জয় পরাজয়ের - -
আড়ালে চিরদিনই থাকে 
অগোচর নায়কের 
কাহিনী !

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.in/
Flowersand-vase

পাড়ি দেওয়ার আগে - -

কিছু অব্যক্ত ভাবনা থাক না গোপন,
বুকের গভীরে, কিছু ব্যথার 
মেঘ ভাসুক হৃদয়ের 
পৃষ্ঠতলে, তুমি 
সবে 
ছুঁয়েছ চোখের কিনারা এখনো অনেক 
বাকি তলদেশে পৌঁছানো, 
কোথায়, এত সহজ 
জানা মনের
দর্শন !
প্রেমের জন্য যথেষ্ট নয় শুধুমাত্র এক 
জীবন, তুমি এখনো আছো 
অনভিজ্ঞ নিরীহ 
মানুষ,
এক নজরে চাও ভালবাসতে, অন্তহীন 
এই পথে রয়েছে অনন্ত দহন 
জ্বালা, স্বর্ণ খনিজ হতে
শাশ্বত উদ্ভাসের 
প্রক্রিয়া, 
পাড়ি দেওয়ার আগে পুনর্চিন্তন করা -
বুদ্ধিমতার আছে পরিচায়ক !

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.in/
sunflower beauty

শনিবার, ২৪ মে, ২০১৪

নগ্ন সত্য - -

গাঢ় নীল রঙে ডোবা রাত, আবেগী -
গোলাপের কিছু বৃন্ত ও মদ্ধম 
মোমবাতির আলো,
সম্মুখীন 
তার সদ্য কুসুমিত চেহারা, পরিবেশে 
ভাসন্ত রজনী গন্ধার সুবাসিত 
অনুভূতি, জীবনের 
কবিতা 
যেন উন্মুক্ত ছন্দ, বহে যেতে চায় -
নিজস্ব প্রবাহে, অবাধ বেগে, 
আকাশ ও পৃথিবীর 
মধ্যিখানে
কোন এক শুন্য স্থানে, তার অপরূপ
প্রণয়ের মায়া ভুলিয়ে দিতে 
চায় ত্রিকালের ব্যথা -
বেদনা, সে 
তখন 
কালজয়ী, করে চলেছে অপ্রত্যাশিত 
ভাবে মন্ত্রমুগ্ধ ! জীবনের 
বিবর্তন তখন শীর্ষে,
সমস্ত লৌকিক 
অলৌকিক 
উপলব্ধি যেন অর্থহীন, ঝরে চলেছে 
স্তর প্রতি স্তর বাহ্য ভন্ডামির 
খোলস, জীবন তখন 
নগ্ন সত্য !

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.in/
dreamy rose
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiY5YRuKFjeOTZwY2eDzeqKminrekPq0Fo_oEk8Pb7nIsE7eg2GydgK6BbYjVgfSi4nheSfYQc7iYh6UrUEknUK0offOMmE7MwBOZO6W5_QnOm0qK2PGFYeh8gDszAaPoQJN5BmtAh7Hf8/s400/web+rose100_2882.jpeg

বৃহস্পতিবার, ২২ মে, ২০১৪

ঝুমকো লতার গন্ধ - -

রোজ ভোরের ওই অজানা পাখির শিসে 
ঘুম যায় ভেঙ্গে, আবছা আলোয় 
বেড়িয়ে পড়ি, যথারীতি 
সংকিপ্ত প্রভাতের 
পরিভ্রমণে, 
দেখি নীরব পথে, কিছু নেড়ি কুকুরের 
দল, বেশ ঘুমিয়ে আছে মাঝ পথে, 
খুবই শান্ত, মনে হয় সারা 
রাত তারা অবিরল 
ভাবে খেঁকিয়ে 
গেছে, 
নিজস্ব বুমেরাঙ্গের সাথে, প্রতিধ্বনির 
জগৎ খুবই নিষ্ঠুর, নীরবে করে 
যায় অদৃশ্য কুঠারাঘাত !
মানব অথবা 
পশু
তার অদৃশ্য ছায়া হতে মুক্ত কোথায় !
দেখি কিছু দূরে, সোনালী 
অমলতাসের নীচে 
দাঁড়িয়ে আছে 
এক 
বয়োবৃদ্ধ মানুষ, খুবই নিগৃহিত রূপে,
চেয়ে আছে অনিমেষ চোখে 
মেঘ বিহীন, গ্রীষ্মের 
তপ্ত আকাশে,
অবশ্যই 
রাস্তার দুই ধারে, এখনো ভেসে আছে - -
কিছু ঝুমকো লতার গন্ধ !

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.in/
art by marina petro 1

বুধবার, ২১ মে, ২০১৪

অসময়ের মনুহার - -

আজ সে পুনরায় বলে গেছে, তার
প্রেমের অন্তহীন অঙ্গীকারের  
কথা, কিছু ক্ষণ আমিও 
গেছি হারিয়ে বহু 
দূর অনন্ত 
দিগন্তে !
জানা সত্তেও যে সব কিছুই, মাত্র 
আবেশের ঝরনা, বহে যায় 
মরুভূমির বুকে 
আন্তর্ভৌম
রূপে,
পৃষ্ঠতলে শুধুই পড়ে রয় বালুময় 
কালাহারির বিলুপ্ত নদী,
আর দুই ধারে 
জীবন্ত 
পুরাকালীন ধুসর পার্বত্য শৃঙ্খলা,
শ্রুতির অনুযায়ী জীবন 
খুঁজে যায়, সুদুরে
অবস্থিত 
ভূগর্ভস্থ হ্রদের ঠিকানা, ভালই - -
লাগে তার অসময়ের 
*মনুহার !

* * 
- শান্তনু সান্যাল 

 *তোষণ

http://sanyalsplanet.blogspot.in/
art by cathy quiel 1

মঙ্গলবার, ২০ মে, ২০১৪

অনন্ত নিশি - -

ভাসা ভাসা ওই সজল চোখের মাঝে -
ছিল অথৈ গভীরতা, পলক 
তীরে বিন্দু বিন্দু 
নীরব 
ভাবনার প্রদীপ জ্বলেছে, নিভেছে সারা 
রাত, বুকের ভিতরে ছিল এক 
অপূর্ণ জল রং ছবি উঠেছে 
ডুবেছে বারংবার 
সারা রাত, .
যখন নিশীথের অন্ধকারে ঘুমন্ত নদী -
দিয়েছে ডাক, হৃদয়ের তীরে 
ফুটেছে, ঝরেছে বহু 
অনামা নিশি - 
কুসুম 
সারা রাত, স্বপ্নের ওই মায়াবী জালে 
যখন গোটা পৃথিবী নিমগ্ন 
একাকার, তখন 
 দেহ ও 
প্রাণে তার রহস্যময়ী প্রণয়ের সঞ্চার,
জ্বলেছে পুড়েছে কোন মধুর 
দহনে বিন্দু বিন্দু এই 
সুরভিত নিঃশ্বাস, 
সারা রাত,  

* * 
-  শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.in/
aquarelle emotion

রবিবার, ১৮ মে, ২০১৪

উতরাইর পথে - -

সমস্ত কিছু দেওয়ার পরেও সে ছিল 
নীরব মাটির শুন্য কলস, চির 
রিক্ত, রন্ধ্রময় অস্তিত্বের 
সাথে খুবই একাকী,
পরিত্যক্ত 
ঘরের এক কোণে, এটাই জীবনের 
পড়ন্ত বেলার বাস্তবিকতা, 
যখন যায় ফুরায়ে
নিদাঘের 
উষ্ণতা, চন্দনের প্রলেপ তখন হয় 
ওঠে অপ্রাসাঙ্গিক, মৌসুমের 
সাথে সব কিছু যায় 
বদলিয়ে,
সেটা নৈসর্গিক, জীবন নিরন্তর বহে 
যায় উতরাইর পথে, চির 
নতুন প্রবাহে, দূর 
অজানা মোড়ে 
মুলতবি 
তখন,পুরাকালীন তাদের অনুরক্তি,

* * 
- শান্তনু সান্যাল 



http://sanyalsplanet.blogspot.in/
colorful roses

শুক্রবার, ১৬ মে, ২০১৪

আত্ম বৃত্তের বাইরে - -

আত্ম বৃত্তের বাইরে বেরিয়ে এসে দেখি,
অনেক কিছু এখনও অনাবিষ্কৃত,
বহু গন্তব্য এখনো চেয়ে 
আছে প্রথম পদ -
ক্ষেপের 
দিকে, আকাশ ও পৃথিবীর মাঝে যেন 
এক নীরব চুক্তি ভেসে চলেছে 
যুগ যুগান্তর ধরে, বন্য 
ফুলের উন্মুক্ত 
উপত্যকা 
হতে 
ধুসর মরু প্রান্তরে, জীবন করে যায় -
অশ্রান্ত ভাবে অন্তহীন যাত্রা, 
অরণ্য নদীর বুকে ওই 
ঝুলন্ত সাঁকোর 
 উপরে, 
সময়ের রোদ ছায়া লিখে যায় কিছু  -
মৌন ইতিহাসের তালিকা, 
হয় 'ত অদৃশ্য ক্রমে 
কোথাও যেন 
লিপিবদ্ধ 
আছে, 
তোমার আমার আবছা বিহানের - - 
আলোয়, যুগপৎ হেঁটে 
যাওয়ার বৃতান্ত !

* * 
- শান্তনু সান্যাল 



  
http://sanyalsplanet.blogspot.in/
art by luis aston

বুধবার, ১৪ মে, ২০১৪

নিঃশর্ত প্রেমের সন্ধান - -

অভিতপ্ত অনুভূতি হতে, যখন এই 
জীবন খুঁজে পায়, কিছু মুহুর্তের 
পরিত্রাণ, তখন হৃদয়ে 
জাগে পুনরায় 
বিলুপ্ত 
মরুদ্যান, ভেসে ওঠে সুপ্ত তরঙ -  
সহসা, তার নি:শব্দ চোখের 
তীরে তখন অবসাদের 
অবসান, বহু 
দিনের 
পরে যেন অনাহুত বৃষ্টি ভিজিয়ে - 
গেছে দেহ ও প্রাণ, পৃথিবী 
আকাশ, নিসর্গের 
সমস্ত 
সৌন্দর্য্য অকস্মাৎ হয় ওঠে খুবই  -
অর্থপূর্ণ, জীবন করে পুনশ্চ 
নিঃশর্ত প্রেমের 
সন্ধান !

* * 
- শান্তনু সান্যাল 


http://sanyalsplanet.blogspot.in/
the poetry of rain
http://sanyalsplanet.blogspot.in/
dahlias

মঙ্গলবার, ১৩ মে, ২০১৪

অজানা দিগন্তের পথে - -

সে নিয়ে যেতে চায় প্রায়ই, জানি না 
কোন সাগর সঙ্গমে, কিংবা 
অথৈ অর্ণব তলে !
তার ওই 
গভীর চোখের আবাহনে আছে, এক 
অদ্ভুত মোহের সুপ্ত তরঙ,
ভাসিয়ে নিয়ে যেতে 
চায় চেতনার 
সমস্ত 
নোঙর, তীর ভূমির খুঁটি নিরুপায় -
চেয়ে রয়  তার এই জোর 
দখল, বহে যায় 
সব কিছু,
মান অভিমান, আপন পর, পৃথিবী - 
আকাশ, আলো আঁধার,
প্রেম ঘৃণা, রঙ -
রূপ, তার 
অদৃশ্য পরশে যায় হারিয়ে মনের - -
সম্পূর্ণ মলিনতা - - 

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.in/
art  by Linn Miller

সোমবার, ১২ মে, ২০১৪

মায়ার বন্ধন - -

আকাশের রঙ চিরদিনই অস্থির, 
মৌসুমী হাওয়ার সাথে 
যায় বদলিয়ে,
কখনো 
সপ্ত রঙে একাকার কখনো জ্বলে 
আপন জগতে পাংশুবর্ণে !
তাই সময়ের সঙ্গে 
আবিষ্ট করে 
গেছি, 
তার বিম্বিত রূপ, বুকের মাঝে !
অন্ধকার পথে একাকী 
হাঁটা ছাড়া কোনো 
উপায় ছিল 
না -
তাই হেঁটেছি বহু বার, অপহৃত -
হয়েছি বারংবার, আলোর 
জগতে দেখি সমস্ত 
লুন্ঠনকারী 
চেহারা 
খুবই কাছের মানুষ, অভিযোগ -
করা মুশকিল, পুনরায় 
মৌন ব্রত নিয়ে 
বসে রই 
তাহাদের সম্মুখীন অজ্ঞাতসারে,
সহজ কোথায় মায়ার 
বন্ধন ভেঙ্গে 
ফেলা,

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.in/
abstract beauty

শনিবার, ১০ মে, ২০১৪

মুখোশের নেপথ্যে - -

জীবন যখন কৌতুকাভিনেতা 
তার প্রেম ছিল, কোথায় 
যেন ভিড়ের মাঝে 
বৃন্দ হাসির 
সুরে, 
বহে যাওয়া স্বরলিপি, চোখের 
অশ্রু জলেও সে দেখেছে  
হাস্য প্রহসন,
সুতরাং 
উন্মুক্ত কান্নার জন্য মন খুঁজে 
এমন সময়ে অঝর বর্ষণ, 
জীবন যখন অন্যের 
জন্য বিকল্পের 
সাধন, 
আপন ব্যথা তখন মূল্যহীন - 
নিজেকে পুরোপুরি 
ভুলিয়ে দিতে 
চায় 
এমন মুহুর্তে পাগল মন, সজল 
চোখে জীবন হয় ওঠে 
বহুরুপী মানুষ,
মুখোশের 
নেপথ্যে একাকী করে ক্রন্দন,

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.in/
beauty in naivety

শুক্রবার, ৯ মে, ২০১৪

রঙীন কাচের অনুধ্যায় - -

রঙীন কাচের অনুধ্যায় নিয়ে চোখে, 
সে দেখিয়ে গেছে বহু কাল 
আগে, স্বপ্নময়,মায়াবী 
জগৎ, কত যুগ 
ধরে আমি 
বসে আছি পথ চেয়ে একাকী, ওই -
ভাসন্ত আকাশগঙ্গার তীরে, 
সে বলেছিল এক দিন 
হৃদয়ের আলো 
অন্তহীন,
কোনো দিন নিভে না, তাই মনের 
জানালা খুলে রাখি দিবা -
নিশি, সম্ভবতঃ সে 
ফিরবে এক 
দিন - 
হঠাৎ, নিয়ে হাতে যাদুকর ফুলের 
গুচ্ছ, সুগন্ধে ভরিয়ে যাবে 
বুকের সমস্ত শুন্যতা,
যুগের তৃষ্ণা 
পাবে 
তৃপ্তি, আবার পরিত্যক্ত জীবনে - - -
ভেসে উঠবে বিলুপ্ত নির্ঝর !

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.in/
aquarelle beauty 

বৃহস্পতিবার, ৮ মে, ২০১৪

নিরূদ্দেশ মরু উদ্যানে - -

হৃদয়ের সৌন্দর্য্য চিরন্তন কোনো 
দিনই ফুরায় না, সব কিছু 
এই জগতে নশ্বর, 
কিন্তু পবিত্র 
মনের 
সৌরভ রয়ে যায় অদৃশ্য ভাবে -
চার দিকে, অভিলাষের 
সীমানা স্বপ্নের 
বাইরে 
খেলে যায় যথারীতি লুকোচুরি !
তাদের প্রেমের ছোঁয়া ছিল 
প্রজাপতির রঙীন 
অনুভূতি 
রয়েছে লেগে এখনো আঙুলের 
ডগায়, অবশ্যই তারা 
উড়ে গেছে 
সুখের 
সন্ধানে জানি না কোন কাননে,
সবার নিজস্ব আছে এক 
প্রতিবদ্ধতার 
তালিকা,
তাদের ভাবনার অনুক্রমে যদি 
ও নাম খোঁজা খুব মুশকিল,
কিন্তু ভেবে ভালো 
লাগে, তারা 
রয়েছে 
খুব সুখে নিজের মনের বর্ষাবনে,
হয়' ত কোনো দিন তারা 
ফিরবে আবার 
নতুন 
ডানা মেলে, অতীতের নিরূদ্দেশ
মরু
উদ্যানে !

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.in/
art by dan maclay.jpg

বুধবার, ৭ মে, ২০১৪

রাত্রি শেষে - -

রাত্রি শেষে ভিজিয়ে গেছে যাযাবর 
মেঘের দল, মনের মালঞ্চে
সিক্ত অনুভূতি 
কুড়িয়ে 
যেতে চায় ভাবনার ঝরানো ফুল - 
শুধিও না বারে বারে গোপন 
মুহুর্তের ওই রহস্যময় 
কাহিনী, কিছু 
জীবনের 
পৃষ্ঠা থাক না অন্তরতমে অন্তর্ভুক্ত,
ওই হাসির আছে নিজস্ব 
এক লাবণ্য, যে 
ঝরেছিল 
চোখের তীরে লবণীয় বিন্দু রূপে,
তার অভ্যন্তরীণ গভীর 
প্রণয়ে ছিল এক 
অবর্ণিত
আবেগ আমি গেছি হারিয়ে সব - -
কিছু সহজ ভাবে - - 

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.in/
flowers-in-the-rain-sidney-vaughn

মঙ্গলবার, ৬ মে, ২০১৪

সে এক আপনজন - -

অনেক দূর হেঁটে যাওয়ার পরে যখন 
পৌঁছলাম অরণ্য নদীর তীরে, 
দেখি বালুর এক মহা 
রেখা নিস্তব্ধ 
পড়ে 
আছে দুই ধুসর পাহাড়ের মাঝ খানে,
বুকে নিয়ে সরীসৃপের কিছু 
আঁকা বাঁকা দাগ,
আর অসমাপ্ত 
প্রতীক্ষা -
পুনরায় প্লাবন, তখন প্রতিবিম্ব যেন 
নিরুত্তর, আমি খুঁজে চলেছি 
নিজের ভেতরে এক 
বিন্দু জল, ওই 
তৃষা -
বৃত্তের পরিধি তখন মরুভূমি, করে 
যায় মৌন অট্টহাস, জীবন 
যেন এমন সময়ে খুবই 
অসহায়, চেয়ে 
রয় 
নির্বাক আকাশের মুখে, নদী তখন -
আমার খুব আপন জন, হয়' 
ত অসময়ে গেছে 
শুকিয়ে 
নইলে ভিজিয়ে যেত আমার অন্তর্মন,

* *
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.in/
abstract moon

সোমবার, ৫ মে, ২০১৪

নব পল্লবের আশায় - -

ওই মোড়, কিন্তু অন্তিম মিলন বিন্দু  
কোনো ভাবেই ছিল না, যেখান 
থেকে সে জানালো মৌন 
বিদায়, বরঞ্চ 
জীবন 
শিখেছে সেখান থেকেই জীবনযাত্রার 
শিল্প, তার নজরে বাস্তবিক 
প্রেমের সংজ্ঞা কিছুই 
হতে পারে 
কিন্তু 
আমার বুকের অদৃশ্য ছায়া হতে সে -
মুক্ত হতে পারবে কি, প্রশ্নচিহ্ন 
টা রইলো তার সাথে, 
কৃষ্ণ চূড়ার 
শাখায়
ধরেছিল আবেগের আগুন, অনাহূত -
বৃষ্টির সঙ্গে গেছে নিভে, মাটির 
উপরে লুটিয়ে রইলো 
কিছু স্মৃতির 
ছাই !
পল্লব বিহীন গাছের আয়ু যায় নি - -
ফুরিয়ে, ঝরা ফুলের মাঝেই 
ছিল পূনর্জীবনের 
সম্ভাবনা,
মধুমাস ফিরবে ঠিক সঠিক সময়ে - -

* * 
- শান্তনু সান্যাল 



http://sanyalsplanet.blogspot.in/
painting by Maddy Swan

শনিবার, ৩ মে, ২০১৪

প্রাণের পরিণীতি - -

সময় চিরদিনই বেগবান, থামে না 
কারোর জন্য, অভিলাষের 
তালিকা ছিল খুব 
লম্বা, গেছে 
বয়স 
ফুরিয়ে, তবু ছুঁতে পারি নি কোনো 
ভাবে তার হৃদয়ের গভীরতা,  
আকাশের রঙ ও 
সাগরের 
পৃষ্ঠতলের মধ্যে ছিল এক গুপ্ত সন্ধি,
অথবা বাধ্যবাধকতা, জানি 
না সঠিক ভাবে, 
কিন্তু ওই 
উচ্ছৃঙ্খল তরঙ্গের বুকে রঙীন বিম্ব 
ভেসে উঠেছে অনেক বার,
তার ভাবনার বৃত্তে 
আমার প্রেম 
ছিল - - 
কোন কেন্দ্র বিন্দুর মাঝে বলা খুব 
কঠিন, কিন্তু তার চোখের 
সম্মোহনে আছে গাঢ়
মালিকানা ভাব,
পুরো জীবন 
সে দিতে 
রাজি নয় এক মুহুর্তের মুক্তি, তার 
নিঃশ্বাসে বেঁধে রাখতে চায় 
সে আমার স্বচ্ছন্দতা, 
আমি অবাক 
হয়ে দেখি 
তার এই দখলের নীতি, দেহ হতে 
প্রাণের পরিণীতি - - 

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.in/
fragrant realization