ওই অবুঝ পথের তুমি হতে চাও সহযাত্রী
আশ্চর্য বৈকি, সে এক গন্তব্য নিখোঁজ,
না কোনো উদ্দিষ্ট চিহ্ন, না দূর
দূর পর্যন্ত কোনো মেঘের
ছায়া, শ্রাবণ শুধুই
যেখানে এক
মৃগতৃষ্ণা,
তোমার প্রেমে বুঝি না কী যে আছে শীত
দহন, জ্বলে যায় সহস্ত্র প্রস্তরের মাঝে
অবিরাম, যেন পুরাতন এক
আগ্নেয়গিরি, ওই সুপ্ত
বিস্ফোরণে জেগে
রয় বহু
অভিলাষের আগুন, জীবন ক্রমশঃ খাঁটি
সুবর্ণের পথে অগ্রসর, অনন্তকালীন
টেকসইতার দিকে আগুয়ান,
তোমার প্রণয়ে দেহ ও
আত্মার তফাৎ
নগণ্য !
ওই দিগন্ত রেখায় মিলে মিশে একাকার -
সমস্ত রাগ অনুরাগ, মান অভিমান,
জীবন যেখানে সম্পূর্ণ ভাবে
মুক্ত, না পৃথিবী, না
আকাশ, শুন্যে
শুধুই
অজ্ঞাতবাস, চার দিকে অশেষ উদ্ভাস !
সে এক অপরিভাষিত অনুভূতি,
অন্তর হতে অনন্ত উচ্ছ্বাস,
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
orchids
আশ্চর্য বৈকি, সে এক গন্তব্য নিখোঁজ,
না কোনো উদ্দিষ্ট চিহ্ন, না দূর
দূর পর্যন্ত কোনো মেঘের
ছায়া, শ্রাবণ শুধুই
যেখানে এক
মৃগতৃষ্ণা,
তোমার প্রেমে বুঝি না কী যে আছে শীত
দহন, জ্বলে যায় সহস্ত্র প্রস্তরের মাঝে
অবিরাম, যেন পুরাতন এক
আগ্নেয়গিরি, ওই সুপ্ত
বিস্ফোরণে জেগে
রয় বহু
অভিলাষের আগুন, জীবন ক্রমশঃ খাঁটি
সুবর্ণের পথে অগ্রসর, অনন্তকালীন
টেকসইতার দিকে আগুয়ান,
তোমার প্রণয়ে দেহ ও
আত্মার তফাৎ
নগণ্য !
ওই দিগন্ত রেখায় মিলে মিশে একাকার -
সমস্ত রাগ অনুরাগ, মান অভিমান,
জীবন যেখানে সম্পূর্ণ ভাবে
মুক্ত, না পৃথিবী, না
আকাশ, শুন্যে
শুধুই
অজ্ঞাতবাস, চার দিকে অশেষ উদ্ভাস !
সে এক অপরিভাষিত অনুভূতি,
অন্তর হতে অনন্ত উচ্ছ্বাস,
* *
- শান্তনু সান্যাল
orchids
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন