রবিবার, ২৯ জুন, ২০১৪

কল্প তরুর বিশিষ্টতা - -

শ্বাসরোধিত অস্তিত্ব নিয়ে ছিলাম বহু 
দিন, অন্ধকার ঘরে আত্মবন্দী,
ঠিক শুকের খোলের 
মাঝে, রেশমী 
আঁধারে
যেন কাচিক ডানার সন্ধান, তার -
চোখের পরশে আছে এক 
অদ্ভুত আলোকরশ্মি 
গেছে বদলিয়ে 
অহর্নিশ 
অন্তর্মনের গহন কুহেলিকা, ক্রমশঃ 
জীবনের ঊষর উপত্যকায় 
ফুটেছে বুনো ফুলের 
বীথিকা, তার 
প্রণয় 
গন্ধে আছে কল্প তরুর বিশিষ্টতা  -
সমস্ত বৃষ্টি ছায়ার প্রান্তরে 
আশার বীজ করে 
যায় বপন, 
নিঃশব্দ 
ভাবে, সে এক অনন্ত উড়াল সেতু  - 
নিয়ে দাঁড়িয়ে রয় আমার 
সম্মুখে - - 

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
out of cocoon

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন