দুঃখিত হওয়ার কিছুই নাই চার
জনের মত তুমিও কিছু
ক্ষণ থেমে দেখে
যাও সাপ
সিঁড়ির চিরদিনের খেলা, টোপ
ফেল আর গিলে যাও, ওই
গোল ভিড়ের মধ্যে
ছিল লুক্কায়িত
আমার
মুখোশধারী দল, যাকে বলে - -
সামূহিক ক্রেতা, এখন
নিলাম হওয়ার
পরে তুমি
আর
তুমি নয়, শুধুই সার্বজনীন এক
বস্তু, ওই সামনের দেয়ালের
স্লোগান খুবই পরিচিত,
ইট খসে গেছে
অবশ্যই,
কিন্তু অক্ষর গুলো চির দিনই - -
টাটকা, কে যেন প্রতি
পাঁচ বছরে লিখে
যায়, আর
বেশি দূর নয় ভালো দিন ! জানি
না, আগামী লিখন অনুষ্ঠান
পর্যন্ত, এই দেয়ালটা
টিকে
থাকবে ও কী, বলা মুশকিল - - !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
moonlit vase
জনের মত তুমিও কিছু
ক্ষণ থেমে দেখে
যাও সাপ
সিঁড়ির চিরদিনের খেলা, টোপ
ফেল আর গিলে যাও, ওই
গোল ভিড়ের মধ্যে
ছিল লুক্কায়িত
আমার
মুখোশধারী দল, যাকে বলে - -
সামূহিক ক্রেতা, এখন
নিলাম হওয়ার
পরে তুমি
আর
তুমি নয়, শুধুই সার্বজনীন এক
বস্তু, ওই সামনের দেয়ালের
স্লোগান খুবই পরিচিত,
ইট খসে গেছে
অবশ্যই,
কিন্তু অক্ষর গুলো চির দিনই - -
টাটকা, কে যেন প্রতি
পাঁচ বছরে লিখে
যায়, আর
বেশি দূর নয় ভালো দিন ! জানি
না, আগামী লিখন অনুষ্ঠান
পর্যন্ত, এই দেয়ালটা
টিকে
থাকবে ও কী, বলা মুশকিল - - !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
moonlit vase
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন