দগ্ধ পৃথিবীর মৌন সাধনা কিংবা পরিত্যক্ত
মরুভূমির পুরাতন মানতের দায়ে,
ঝরেছে মন খুলে আজ শ্রাবণী
মেঘ, ফাটল পৃষ্ঠে পুনরায়
স্বপ্নের বপন,পুনশ্চ
জীবনের -
রোপন, যথারীতি, বসুধার চিতাভস্ম হতে
পুনর্জন্মের প্রারব্ধ, কোথায় যেন তার
প্রেমের ধুসর রঙ্গে, জীবন খুঁজে
পায় জন্ম -জন্মান্তরের
যাযাবর আত্মার
মোক্ষ প্রাপ্তি,
তার - -
নির্বল হাতে যেন অর্ধ আনত সুধাকুম্ভ ঢেলে
চলেছে, জীবনদায়িনী স্রোত, নানান -
রূপে সে খুলে চলেছে ত্রিনেত্র !
ক্ষণে ক্ষণে সৃষ্টি, ক্ষণে
ক্ষণে বিধ্বংসের
আগুন
তবুও তার মাতৃত্বে কোনো দিনই ঘাটতির -
চিহ্ন দেখি না, চিরদিন করুণায় সজল
চোখ, জীবনে ভরে যায় অনন্ত
উর্বরতা, সে এক অসীম
রত্নগর্ভা কী নারী
স্বয়ংসিদ্ধা !
বহু রূপে, বহু বাঁধনে, সে বাস্তবিক সৃষ্টির
রচিয়তা - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
art by daniel edmonds.jpg 1
মরুভূমির পুরাতন মানতের দায়ে,
ঝরেছে মন খুলে আজ শ্রাবণী
মেঘ, ফাটল পৃষ্ঠে পুনরায়
স্বপ্নের বপন,পুনশ্চ
জীবনের -
রোপন, যথারীতি, বসুধার চিতাভস্ম হতে
পুনর্জন্মের প্রারব্ধ, কোথায় যেন তার
প্রেমের ধুসর রঙ্গে, জীবন খুঁজে
পায় জন্ম -জন্মান্তরের
যাযাবর আত্মার
মোক্ষ প্রাপ্তি,
তার - -
নির্বল হাতে যেন অর্ধ আনত সুধাকুম্ভ ঢেলে
চলেছে, জীবনদায়িনী স্রোত, নানান -
রূপে সে খুলে চলেছে ত্রিনেত্র !
ক্ষণে ক্ষণে সৃষ্টি, ক্ষণে
ক্ষণে বিধ্বংসের
আগুন
তবুও তার মাতৃত্বে কোনো দিনই ঘাটতির -
চিহ্ন দেখি না, চিরদিন করুণায় সজল
চোখ, জীবনে ভরে যায় অনন্ত
উর্বরতা, সে এক অসীম
রত্নগর্ভা কী নারী
স্বয়ংসিদ্ধা !
বহু রূপে, বহু বাঁধনে, সে বাস্তবিক সৃষ্টির
রচিয়তা - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
art by daniel edmonds.jpg 1
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন