শনিবার, ৫ জুলাই, ২০১৪

অজানা উপহার - -

কে যেন রাত্রি শেষে রেখে গেছে,
ঠিক দোরগোড়ার উপরে, 
কিছু ফুলের গুচ্ছ 
আর নাম 
বিহীন রঙীন খামে সিক্ত মনের 
অভিব্যক্তি, তোমার উন্নিদ্র
চোখে এখনো আছে 
রাতের ছায়া,
বুকের 
গভীরে মধুর আতঙ্ক, জানালার 
অপর ধারে শহর এখন শীত 
নিদ্রা হতে মুক্ত, তুমি 
বসে আছো ঠিক 
আরশির
সম্মুখীন, খুঁজে চলেছ দেহ ও - 
প্রাণে কার প্রেমের স্পর্শ,
অধর ধারে পরকীয় 
গন্ধ ! নয়ন 
তীরে কী 
ভেসে চলেছে উষ্ণ নিঃশ্বাসের 
গুড়ো মেঘ - - 

* * 
- শান্তনু সান্যাল 

  
http://sanyalsplanet.blogspot.com/
The Flower Bike by Linda Jacobus

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন