Tuesday, 15 July 2014

অনাবিষ্কৃত পথে - -

সে এক বন্য নদীর অনুরূপ ছিল
আমার অস্তিত্ব, উচ্ছৃঙ্খল,
উদ্দাম, যেন জন্ম -
সিদ্ধ অবাধ,
অরণ্য,
গ্রাম,শহর যেন চেয়ে থাকতো -
নির্বাক হয়ে, আমার বহে
যাওয়া, নিজের লয়ে
অগোছালভাবে,
নিশ্চিন্ত
বেগে সমুদ্রমুখী অভিযান, বেশ -
ভালই ছিল নিজের জগতে
দুই ধারের কিনারার
সাথে ভাঙনের
খেলা !
জানি না হঠাৎ, কেমন করে সে,
বিশাল বট বৃক্ষের ঝুলন্ত
শিকড়ের রূপে,
ছুঁয়ে গেছে
আমার
স্থির বুকের তরঙ্গ,সব কিছু যেন
নিমিষে  উথাল পাতাল, বহু
গভীরস্থ ঘূর্ণির সহসা
অদৃশ্য আর্বিভাব,
বুকের মাঝে
এখন,
স্থগিত ঝড়ের প্রতিধ্বনি, জানি -
না কোথায় নিয়ে যেতে চায়
সাগর সঙ্গমে অথবা
শাশ্বত প্রণয়
স্থলে !

* *
- শান্তনু সান্যাল
 

http://sanyalsplanet.blogspot.in/
river

No comments:

Post a Comment