মন্থর বেগে জ্বলে লোবানের মিহি
টুকরো অথবা জীবন চায়
তার বিলীনতা, বুকের
মাঝে পরিপূর্ণ
ভাবে !
যখন ঝরে উজাড় করে মেঘলা
আকাশ, সেই প্রথম বৃষ্টির
শিহরণে, জীবন হতে
চায় পরিতপ্ত
পৃথিবীর
অভিশপ্ত ভূমি, নিঃশর্ত বিলয়ন !
তার চোখের চার পাশে
জড়িয়ে রয় এক
অদ্ভুত ছায়া,
জীবন
ফিরে ফিরে আসে সুদুর মায়াবী
পথ হতে, খুঁজে পায় কিছু
মুহুর্তের স্বস্তি, যেন
প্রবাসী পাখিরা
পেয়েছে
ক'এক দিনের পান্থশালা, অস্থায়ী
অভয়ারণ্য - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
orange dream
টুকরো অথবা জীবন চায়
তার বিলীনতা, বুকের
মাঝে পরিপূর্ণ
ভাবে !
যখন ঝরে উজাড় করে মেঘলা
আকাশ, সেই প্রথম বৃষ্টির
শিহরণে, জীবন হতে
চায় পরিতপ্ত
পৃথিবীর
অভিশপ্ত ভূমি, নিঃশর্ত বিলয়ন !
তার চোখের চার পাশে
জড়িয়ে রয় এক
অদ্ভুত ছায়া,
জীবন
ফিরে ফিরে আসে সুদুর মায়াবী
পথ হতে, খুঁজে পায় কিছু
মুহুর্তের স্বস্তি, যেন
প্রবাসী পাখিরা
পেয়েছে
ক'এক দিনের পান্থশালা, অস্থায়ী
অভয়ারণ্য - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
orange dream
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন