রবিবার, ২০ জুলাই, ২০১৪

অযৌক্তিক অপেক্ষা - -

ওই শেষ বিন্দুতে আমি আজ ও আছি
অবস্থিত, যেখানে তুমি বলেছিলে
আবার দেখা হবে, অবশ্যই
ওই প্রান্ত রেখায় গড়ে
উঠেছে পাকা
সিঁড়ি - -
সারাটা বেলা ওই মোহানামুখী নদীর
সঙ্গে, অন্তর্নিহিত যুদ্ধ স্পষ্ট দেখা
যায়, তাই অদৃশ্য আতঙ্কে
জীবন চেয়ে রয়
নদীর ওঠা
নামা,
কোথায় যেন সিঁড়ির ভূমিকায় আমি
দাঁড়িয়ে রই অযৌক্তিক অপেক্ষায়,
তার উন্মুক্ত প্রণয়ের কোনো
সীমা নেই, সে করে যায়
স্বেচ্ছায় আঘাত,
ভাঙ্গন
ভরা কিনারায় আমি ক্রমশঃ হয়ে - -
উঠি শুকনো গাছের কুঁদা,
নোঙরের বাঁধন স্থল,
চির মৌন আর
নিমগ্ন  !

* *
- শান্তনু সান্যাল 
 

http://sanyalsplanet.blogspot.in/
Paintings by Nancy Medina

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন