বুধবার, ২৩ জুলাই, ২০১৪

হৃদয়ের লিপি - -

সে এক রহস্যময় হৃদয়ের লিপি, লিখে
যায় নিগূঢ় সৌন্দর্য্যের কবিতা,
অথবা অন্তরের ব্যথা,
নির্বাক চোখে
আমি
চেয়ে রই তার ওই উন্মুক্ত হাসির - -
মাঝে জীবনের বাস্তবিকতা,
তার চোখের পরশে
লুকিয়ে রয় এক
অদ্ভুত
মলম, দেহ ও প্রাণের সমস্ত প্রদাহ যেন
খুঁজে পায় সুরাহা, প্রতিকারক -
 শক্তি, পৃথিবী ও আকাশ
যেখানে মিলে মিশে
একাকার
রাঙিয়ে যায় দিগন্ত রেখা অলৌকিক - -
রূপে - -

* *
- শান্তনু সান্যাল
 

http://sanyalsplanet.blogspot.in/
riddles

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন