মঙ্গলবার, ৮ জুলাই, ২০১৪

আত্মসাত - -

সে এক রহস্যময়ী জলধারা, অগ্রগামী
 উজানমুখী, আমি ভাঙ্গনের 
বেদন, বুকে নিয়ে 
শুধুই চেয়ে 
থাকি ,
বুঝি না স্রোতের মৌন অভিলাষ, প্রেম 

কিংবা অভিমান তার স্বপ্নের প্রান্তর, 
মহাসিন্ধুর বিশাল মুহানা,
আমার পৃথিবী 

বিছিন্ন,
খণ্ডিত, রুক্ষ মরুভূমি ,তবু আমি 
ভালোবাসী, তার মায়াবী 
জগত, সে আমায় 
আত্মসাত 
করে প্রতিক্ষণ, প্রতিপল কিছু পাওয়ার 
আশায় জীবনে অনেক কিছু 
হারাতে ও হয়  বৈকি ,
 
---শান্তনু সান্যাল

river-nile-george-rossidis

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন