বুধবার, ৬ আগস্ট, ২০১৪

অন্যায় - অবিচারের সুদ - -

দেখেছি বহুবার তাদের দ্বিমুখী বিষাক্ত
চেহারা, আপন ও পরের নিজস্ব
পরিভাষা, ধর্মীয় ভিত্তিতে
বিচার করা, যেখানে
মানুষের জীবন
শুধুই
কিছু নিঃশ্বাসের খেলা, দেখেছি সমস্ত -
ওই পরিচিত মুখ কীভাবে এক
ডাকে হয়ে ওঠে হিংস !
তখন মানবতার
অর্থ শুধুই
আঘাত,
হটাৎ সারা গ্রাম তখন হয় ওঠে অরণ্য,
শিকার ও শিকারীর খেলা, আর
মুরুবিরা তখন ছদ্ম বেশে,
সাজানো হাওদার
উপরে বসে
করে
যায় আখেটের পরিচালনা, যথারীতি - -
হরিণ পালের পলায়ন, আর
হিংস পশুর বিজয়
গাথা ! হাতে
নিয়ে
রক্তরঞ্জিত, কুৎসিত পতাকা, মানবতা
তখন দ্রৌপদী, দাঁড়িয়ে রয় একা,
চারদিকে অসমাপ্ত অট্টহাস,
প্রতিযুগের মহাভারতের
অন্ত আছে বৈকি !
সেটা গঙ্গার
তীরে
হোক অথবা দজলা - ফরাতের সঙ্গমে -
সময় খুবই নির্মম, উসুল করে
অন্যায় - অবিচারের সুদ
নিখুঁত ভাবে, কোনো
অজুহাত এখানে
চলে না !

* *
- শান্তনু সান্যাল 




http://sanyalsplanet.blogspot.in/
silkan beauty

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন