ময়ুরপঙ্খী, সেই স্বপ্নের তরী নিয়ে
আমি ছিলাম অনেক ক্ষণ,
ছায়াপথ তীরে, সমগ্র
আকাশ জুড়ে
ছিল এক
অদ্ভুত
নীলাভ আলোকসজ্জা, সারা রাত
ছিল তারকের এক মহীয়ান
সভা, আলোর প্রতি
কণায় খুঁজেছি
তোমায়,
খুঁজে
পাই নি কোথাও, ঝরেছে শিশির
বিন্দু শিউলির বুকে, ভরেছে
ঝুমকো লতা জানি না
কার প্রণয় গন্ধ
শিরায়
শিরায়, দিগন্তরেখায় ছিল লাজুক
বিহান, বুকে জড়িয়ে সিক্ত -
প্রেমের অপঠিত
ফেরৎ
কবিতা, আর উঠোনের গায়ে - -
ছিল ঝরা শিউলি রাশি
রাশি !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
art By Artist Samuel Durkin
আমি ছিলাম অনেক ক্ষণ,
ছায়াপথ তীরে, সমগ্র
আকাশ জুড়ে
ছিল এক
অদ্ভুত
নীলাভ আলোকসজ্জা, সারা রাত
ছিল তারকের এক মহীয়ান
সভা, আলোর প্রতি
কণায় খুঁজেছি
তোমায়,
খুঁজে
পাই নি কোথাও, ঝরেছে শিশির
বিন্দু শিউলির বুকে, ভরেছে
ঝুমকো লতা জানি না
কার প্রণয় গন্ধ
শিরায়
শিরায়, দিগন্তরেখায় ছিল লাজুক
বিহান, বুকে জড়িয়ে সিক্ত -
প্রেমের অপঠিত
ফেরৎ
কবিতা, আর উঠোনের গায়ে - -
ছিল ঝরা শিউলি রাশি
রাশি !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
art By Artist Samuel Durkin
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন