Saturday, 27 September 2014

অধরা রহস্য - -

 অসমাপ্ত রইলো যথাবত অনুসন্ধানের -
যাত্রা, অবশ্যই ঘুরে এলাম আমি
গঙ্গার ঘাট হতে উদ্ভাসিত
সুদুর মরুঅঞ্চলের
শহরে, সে
নাকি
ছিল, অনেক ক্ষণ পথ চেয়ে ঠিক ঘরের
দোরগোড়ায়, হয়'ত শুনতে পাই
নি, তার কড়া নাড়ার শব্দ,
হয়'ত ছিলাম আমি
নিজের মাঝে
নিমগ্ন !
যখন ভাঙলো আত্ম বিস্মৃতির ঘোর - -
দ্বার খুলে দেখি সে ফিরে গেছে,
বহুদূর তথাকথিত কুখ্যাত
ঘিঞ্জিবস্তির আঁধারে,
খুঁজেছি তাকে
উঠন্ত
কালো ধোঁয়ার মাঝে, সে তখন নিখোঁজ
অর্ধ উলঙ্গ শিশুর হাতে, ঠিক ঘুরন্ত
সাইকেল রিঙের রূপে, সন সন
করে ধেয়ে যায় অন্ধকার
মাঠে, যেন সে ধরা
দিতে চায় না
কোনো
ভাবে, চেয়েছিলাম জানতে তার তৃপ্তির
কারণ, যদি সে দিত নিশ্ছল হাসির
এক টুকরো অনুদান, যখন
সে প্রায় হাতের নাগালে,
দেখি হটাৎ সে
তখন
গঙ্গা-ফড়িং ! উড়ে চলেছে পুকুর পারে,
রঙীন ডানা খুলে নিজের অদৃশ্য
জগতে - -

* *
- শান্তনু সান্যাল

http://sanyalsplanet.blogspot.in/
art by barbara fox.jpg 3.jpg

No comments:

Post a Comment