রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৪

বিশৃঙ্খল পায়ে - -

খুলে দাও কুন্ঠিত মনের কারাগার,
বিশৃঙ্খল পায়ে হাঁটতে চায় এ
জীবন, দুর্গের বাহিরে
ওই বিস্তৃত চত্বরে,
জানি আবার
বসবে
চাঁদনী রাতে ঝিলমিল মীনাবাজার,
কিনতে চাই আমি একজোড়া
তারকভরা রিনিঝিনি
পাজেব শুধু
তোমার
জন্য, নিঃশর্ত যদি তুমি হাঁটো ওই -
জ্বলন্ত অগ্নিপথে আমার সাথে,
শিকল মুক্ত, অবগুন্ঠন
বিহীন, দুই চোখ
উঠিয়ে গর্বিত
বুকে !
বিশ্বাস রেখো, আমি ঠিক এক দিন
ফিরে আসব, হাজার বলি বেদি
পার করে - -

* *
- শান্তনু সান্যাল

 

http://sanyalsplanet.blogspot.in/
art by subrata sen India

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন