শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০১৪

মনের অনুরূপ - -

সব কিছুই ছিল যথাবত, নিজের
জায়গায় অধিষ্ঠিত, নীল
আকাশ,পথের দুই
ধারে কৃষ্ণ -
চূড়ার
কুঞ্জ ! পরিযায়ী প্রজাপতির ঝাঁক,
সন্ধিক্ষণের ওই বিন্দুতে
কিন্তু সে ছিল না,
তাই কিছু
ক্ষণের
অপেক্ষার পরে অজানা গন্তব্যের -
দিকে পাড়ি, প্রতিশ্রুতির
বৃন্ত ছিল খুবই
পলকা,
মৃদু বাতাসে গেছে ভেঙে, আসলে
সহজ কোথায় জীবনে, সব
কিছুই মনের অনুরূপে
ঘটা, অন্যথা
নিরাকার
সত্তার
কি কোনো ঔচিত্য রইত জগতে।

* *
- শান্তনু সান্যাল
 

http://sanyalsplanet.blogspot.in/
inner beauty

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন