শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৪

জীবন্ত অভিলাষ - -

জানি না তার চাহনির রহস্য, কোন
কুয়াশা ভরা পথে, চিনারের
বনে, নীরব নিশীথে,
চাঁদ ঢলার
ঠিক
কিছু ক্ষণ পরে, সে ছুঁয়ে গেছে পরশ -
মণির চমৎকারী পরশে, হঠাৎ
দেখি জং ধরা সারা
শরীরে সুবর্ণ
প্রতিচ্ছবি,
ভেসে উঠতে চায় প্রণয়ের বিস্ময়কর
আলো অঙ্গ প্রত্যঙ্গে ! যেন শাপিত
পাথর খুঁজে পেয়েছে পূর্ব
জন্মের জীবন্ত
অভিলাষ,
অথবা, তার চোখের অগম গভীরতা
টেনে রাখতে চায় আমার ত্রিভুবন
নিজের গুপ্ত অতলে চিরতর
ভাবে একাত্ম লয়ে।

* *
- শান্তনু সান্যাল 
 

http://sanyalsplanet.blogspot.in/
White Azaleas by Sherry Roper

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন