ক'এক দিন বেশ ভালই লাগলো,
ঢাকের ওই একঘেয়ে সুরেও
জীবন যেন কিছু খুঁজে
পেল, বহু দিনের
পরে মনের
মানুষের সনে পুজো মণ্ডপে দেখা,
প্রথমে সে চিনতেই পারি
নি, অথবা নিজেকে
গুটিয়ে রাখার
রণনীতি !
আসলে মানুষ খুবই স্ব - কেন্দ্রিত,
অদৃশ্য খোল ঘিরে রাখে
নিজের আসেপাশে,
যখন ডাক
দিলাম
সে ফিরে দেখেছে নিশ্চই, কিন্তু -
না দেখার সুন্দর ভান করে
গেছে ভিড়ের মাঝে,
আবার দেখি
দূর থেকে
হাত ঝাঁকিয়ে, বলে গেল সম্ভবতঃ
দেখা হবে আবার অন্য কোনো
স্থানে, কিংবা নাও হতে
পারে, জীবনের
জামিননামা
বলতে
কিছু হয় কি, সারা পৃথিবী জুড়ে
অনিশ্চয়তা রয়েছে যেখানে,
তবুও জানি না কেন,
মানুষ পথ চেয়ে
থাকে ওই
ভিড়ে
নিরুদ্দেশ মানুষের জন্য, ফিরিয়ে
আনার কৌতুহল ফুরায় না
কোনো দিন।
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
art of Mary Ellen Golden
ঢাকের ওই একঘেয়ে সুরেও
জীবন যেন কিছু খুঁজে
পেল, বহু দিনের
পরে মনের
মানুষের সনে পুজো মণ্ডপে দেখা,
প্রথমে সে চিনতেই পারি
নি, অথবা নিজেকে
গুটিয়ে রাখার
রণনীতি !
আসলে মানুষ খুবই স্ব - কেন্দ্রিত,
অদৃশ্য খোল ঘিরে রাখে
নিজের আসেপাশে,
যখন ডাক
দিলাম
সে ফিরে দেখেছে নিশ্চই, কিন্তু -
না দেখার সুন্দর ভান করে
গেছে ভিড়ের মাঝে,
আবার দেখি
দূর থেকে
হাত ঝাঁকিয়ে, বলে গেল সম্ভবতঃ
দেখা হবে আবার অন্য কোনো
স্থানে, কিংবা নাও হতে
পারে, জীবনের
জামিননামা
বলতে
কিছু হয় কি, সারা পৃথিবী জুড়ে
অনিশ্চয়তা রয়েছে যেখানে,
তবুও জানি না কেন,
মানুষ পথ চেয়ে
থাকে ওই
ভিড়ে
নিরুদ্দেশ মানুষের জন্য, ফিরিয়ে
আনার কৌতুহল ফুরায় না
কোনো দিন।
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
art of Mary Ellen Golden
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন