Sunday, 5 October 2014

অন্তিম সোপান - -

প্রগাঢ়ভাবে সে জড়িয়ে রয়, অন্তর্তমের
প্রচ্ছন্ন ভাবনার অঞ্চল ! যখন
সমস্ত দুনিয়া নিজের
মাঝে গুটিয়ে
চলেছে,
সে তখন খুলতে চায় বুকের বন্ধ কপাট,
ভাঙতে চায় আমার পুরুষালী
অহংকার, অকস্মাৎ সে 
হয়ে ওঠে মুহুর্তে এক
প্রাগৈতিহাসিক
হিংস
প্রাণী, কিছু ক্ষণের জন্য হয়'ত তার রূপ
যায় বদলিয়ে, তখন সে আর নয়,
তথাকথিত ধৈর্য্য - ত্যাগের
মূর্তি ! ওই পরিবর্তিত
প্রকৃত রূপের
আছে
নিজের সৌন্দর্য্য, সৃষ্টি পূর্বের অকৃত্রিম -
রূপ, প্রেমের পরাকাষ্ঠা ! কিংবা
প্রণয়ী উপাসনার অন্তিম
সোপান, যেখানে
আমি এবং
তুমির
তফাৎ বলতে কিছুই থাকে না, জলের
সমতুল্য নিঃশ্বাস যায় মিলে আর
বহে যায় শাশ্বত পথে - -

* *
- শান্তনু সান্যাল

 

http://sanyalsplanet.blogspot.in/
painting by artist parastoo ganjei 1

No comments:

Post a Comment