মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০১৪

অন্তহীন নীরবতা - -

জীবনের প্রতি, কোনো দিনই ছিল - -
না কোনো অভিযোগ, যার
যত ছিল আঁচল, অতই
পেল উপহার, যদি
সব কিছুই
ঝুলে রয় কল্পতরুর শাখায়, তা হলে
জীবনটা হতো খুবই বিরক্তিকর,
নীরস, সারাটা দেহ যদিও
বিক্ষুব্ধ, আক্রোশে
ভরা তবুও
মেঘলা আকাশের পারে কোথায় - -
যেন আছে, তারক ভরা
উন্মুক্ত জোছনার
জলসা, ওই
রহস্যময় খুশির জুয়ারে ভেসে যেতে
চায় জীবন, উড়ে যাক সমস্ত
অনর্থক গণনার পৃষ্ঠা !
অপ্রকাশিত থাক
যথারীতি
দিনলিপির মান অভিমান, আরশির
নিয়তি যখন অকস্মাৎ ভাঙন,
এত সোনালী ফ্রেমের মানে
বা কি, জানতে চায়
অনেক সময়ে
নিজস্ব
প্রতিফলন, আর ভাবতেই না ভাবতে
সব কিছু হয়ে ওঠে নিমিষে, ঠিক
ঝড়ের পরে উধ্বস্ত তীর
ভূমির অন্তহীন
নীরবতা !

* *
- শান্তনু সান্যাল

 

http://sanyalsplanet.blogspot.in/
primura_obconica

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন