বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০১৪

কল্পনার শুন্যযাত্রা - -

 মধ্য রাতের আমি স্বপ্নিল পথিক
হেঁটে চলেছি একাকী, ছায়া -
পথ পেরিয়ে, বহু দূর
দিগন্ত রেখার
পারে !
সম্ভবতঃ তুমি আছো দাঁড়ায়ে ওই
ঝিলমিল অরণ্য নদীর তীরে,
দেহে জড়িয়ে বিহানের
কচি আলো, অধর
কুলে ফুটিয়ে
আছো
সদ্য পুষ্পিত গোলাপ ! তোমার -
জগতে, জীবন যেন দামাল
নির্ঝর, বহে যায় নিজের
ইচ্ছায় অবাধ্য
আবেগে,
জানি এ সব কল্পনার শুন্যযাত্রা,
বাস্তবিক ধরাতল খুবই
খাঁজকাটা, তা সত্তেও
মন লিখে যেতে
চায় কিছু
মসৃন কবিতা, কিছু মখমলীয় -
ভাবনার অর্ঘ্য তোমার
চোখের তলে, দিব্য
অঞ্জনের রূপে
চিরদীপ্ত
আশায়, অন্যথা কে জানে কখন
যে যাবে ভেঙে, নিঃশ্বাসের
তন্তু খুবই কাঁচা !

* *
- শান্তনু সান্যাল


http://sanyalsplanet.blogspot.in/
scattered realization

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন