মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০১৪

খুব কাছের মানুষ - -

 বিশেষ বলতে এমন কিছু নয়, ওই
বাঁধা - ধরা জীবনের ধারা,
পাখির ডাকে যখন
জেগে ওঠে অর্ধ
সুপ্ত, উড়াল
সেতু !
তখন যেন পুনরায় বেঁচে থাকার
জন্য যুদ্ধের শঙ্খনাদ, ক্রমশঃ
দুষিত মহানাগরীয়
আকাশে, সূর্য্য
কেমন
যেন হিমসিম, খুঁজে পায় না সহজে
সাঁঝের ঠিকানা, ভরা দুপুরে
হাঁপিয়ে ওঠে, দেখে
সাগর সৈকত
বহু -
দূর, জীবনের কাহিনী সব মিলিয়ে
কোথায় যেন এক বিন্দুতে যায়
মিলে, অতৃপ্ত ফণীমনসার
যেন ঝোপ, কোনো
এক পরিত্যক্ত
স্থানে
জড়ো হয়ে শ্রাবণের গল্প করে ! ওই
সন্ধ্যার সাড়ে সাতটার লোকাল
তখন অজ্ঞাতসারে নিজের
খুব কাছে আপন
করে ডাকে,
সূর্যের কথা আর মনে থাকে না - -
তখন আঁধার হয়ে ওঠে খুব
কাছের মানুষ !

* *
- শান্তনু সান্যাল

http://sanyalsplanet.blogspot.in/
Willem Haenraets Art

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন