বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০১৪

বিস্ময়ের রেখা জাল - -

বারংবার বলেছি তাকে, সত্য কথা
অপাচিত চিরকাল, নিমিষে
সমস্ত আপনজন সরে
যায় যিহূদার
দলে !
মধ্যরাতে গা ঢেকে দেখতে আসে - -
তারা ঝুলন্ত সত্যের মৃত দেহ,
বারেবারে বুঝিয়েছিলাম
তাকে ভীষ্মের ওই
দৃষ্টিযুক্ত
অন্ধতা, দেখেও না দেখার অভিনয়,
জীবনের বাস্তবিকতা খুবই তিতা,
এমন কি অসময়ে নিজের
ছায়া, চায় না চিনতে
কাঞ্চন কায়া,
ভরা -
আসরে মানুষ তখন পরকীয় জীব -
ঘুরে বেড়ায় হাতে নিয়ে
অস্তিত্বের প্রমাণপত্র,
পরিচিত মুখে
তখন
ভেসে ওঠে বিস্ময়ের রেখা জাল - !

* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/

Paintings of Igor Levashov

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন